Kolkata News: মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে ফোন, আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার ১ শিক্ষক-সহ তিন !
Teacher Arrested On Fraud Case: পুলিশ পরিচয় দিয়ে কলকাতার বাসিন্দার কাছ থেকে ৭৯ লক্ষ টাকা 'প্রতারণা'।

কলকাতা: পুলিশ পরিচয় দিয়ে কলকাতার বাসিন্দার কাছ থেকে ৭৯ লক্ষ টাকা 'প্রতারণা'। গুজরাতের রাজকোট থেকে ১ শিক্ষক-সহ ৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।
আরও পড়ুন, 'আমার জন্ম বাংলাদেশে, এখানে ছোটোবেলায় চলে এসেছি..', SIR আবহে কেন বিপাকে বেহালার বাসিন্দা ?
কলকাতার এক প্রবীণ নাগরিককে ফোন করে আর্থিক প্রতারণার অভিযোগ। ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অপরাধীদের কাছে টাকা পৌঁছেছে বলে ফোন করার অভিযোগ । মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে কলকাতার ওই নাগরিককে ফোন করার অভিযোগ। অ্যাকাউন্টের টাকা RBI-এর নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়ার অভিযোগ। ৭৯ লক্ষ টাকা ওই ব্যক্তিকে দিয়ে ট্রান্সফার করিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ।
প্রসঙ্গত, এমন ঘটনা আগেও ঘটেছে। সাক্ষী বাংলা। এরাজ্যে একাধিকবার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। আঠারো সালে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। সেবার স্কুলে তালা ঝুলিয়েছিলেন অভিভাবকরা। তেইশ সালে, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
চলতি বছরে জুলাই মাসে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল খোদ এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ! সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। প্রাথমিকে ও সেচ দফতরে চাকরি দেওয়ার নামে 'প্রতারণা' সিঁথি থানার ASI-এর। কনস্টেবল থাকাকালীন অভিযুক্ত ASI নিজের ভাইপোর কাছ থেকে ১২ লক্ষ টাকা চেয়েছিলেন বলে অভিযোগ। এক পরিচিতকে সেচ দফতরে চাকরি দেওয়ার নামেও প্রতারণা ওই ASI প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। চাকরিপ্রার্থীকে সরকারি দফতরে নিয়ে গিয়ে ২২ হাজার টাকা স্টাইপেন্ড পাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। পারিবারিক বিবাদের কারণে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা, দাবি তুলেছিলেন অভিযুক্ত পুলিশ কর্মী।
প্রতারণার ভুরিভুরি অভিযোগ রাজনৈতিক ক্ষেত্রেও। সম্প্রতি প্রায় সাড়ে তিনশো কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। মোটা অঙ্কের টাকা সুদ দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল পশ্চিম বর্ধমানের তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন পদাধিকারীর ছেলের বিরুদ্ধে। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। সারদা-কাণ্ডে নাম জড়িয়েছিল তৃণমূলের একাধিক হেভিওয়েটের। গ্রেফতার হয়ে জেলে গেছিলেন একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ।
একদশকের বেশি সময় পর, ফের চিটফান্ডের নামে প্রতারণার অভিযোগে জড়িয়ে পড়ে সম্প্রতি এক তৃণমূল নেতার ছেলের নাম! উঠেছিল ৩৫০ কোটি টাকার দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ ! অভিযুক্ত তাহসিন আহমেদ পশ্চিম বর্ধমানের তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০ মাসে টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে প্রায় ৩ হাজার পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তুলেছিলেন তিনি।






















