Explosive Recovery: প্রধানমন্ত্রী আসার আগের দিন উদ্ধার বিপুল বিস্ফোরক, ধৃত ২
Kolkata Police: দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে, ৪০ কেজি আর্সেনিক সালফাইড।
আবির দত্ত, কলকাতা: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার, হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। তার ঠিক আগে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসন্তী হাইওয়ে থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ (STF)।
উদ্ধার বিস্ফোরক:
এসটিএফ সূত্রে দাবি, বাসন্তী হাইওয়ের ওপর, দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে, ৪০ কেজি আর্সেনিক সালফাইড। শেখ রমজান ও শেখ ফিরোজ নামে দুই যুবককে বিস্ফোরক সমেত গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের দু'জনের বাড়িই বীরভূমের দুবরাজপুরে। এসটিএফ (STF) সূত্রে দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে, বিস্ফোরক সরবরাহ করতে, দুবরাজপুর থেকে বাইক চালিয়ে কলকাতায় এসেছিল তাঁরা। এক ব্য়ক্তির কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু কে সেই ব্য়ক্তি? বিপুল পরিমাণ বিস্ফোরক তাঁর কাছে পৌঁছে দেওয়া হচ্ছিলই বা কেন? কী উদ্দেশ্য় তাঁর? খতিয়ে দেখছে এসটিএফ (STF)।