Bus Accident: সল্টলেকে ভয়াবহ বাস দুর্ঘটনা, মহিলাসহ গুরুতর জখম আরও ২
ঘটনায় আহত হযন বাসের এক মহিলা যাত্রী। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন। এ ছাড়াও দুর্ঘটনা আহত হন পড়ে বাসের মধ্যেই আটকে যায় বাসের চালক।
রঞ্জিত সাউ, কলকাতা: নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা (Bus Accident)। ঘটনায় আহত এক মহিলা সহ-২ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদিগন্ত ট্রাফিক পুলিশ (Traffic Police )। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেলে বেনফিস (Benfish) থেকে এস ডি এফ মোড়ের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট বাস। সেই সময়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে পরে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে।
ঘটনায় আহত হযন বাসের এক মহিলা যাত্রী। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন। এ ছাড়াও দুর্ঘটনা আহত হন পড়ে বাসের মধ্যেই আটকে যায় বাসের চালক। ঘটনাস্থলে নবদিগন্ত ট্রাফিকের আধিকারিকরা এসে বাস চালককে উদ্ধার করে তাঁকেও হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। কী কারণে এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
পরপর বাস দুর্ঘটনা: এই একইদিনে আরও একটি দুর্ঘটনা (Bus Accident) ঘটে। সাত সকালে দু’টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল শহরে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল পৌনে ৮টা নাগাদ পুলিশ ট্রেনিং স্কুলের সামনে বারাসাত-বি গার্ডেন রুটের দুটি বাস রেষারেষি করছিল। অভিযোগ, সেই সময় একটি বাস এক পথচারীকে ধাক্কা মারে। তিনি গুরুতর আহত হন। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই বাসের চালককে আটক করেছে।
ট্রেনের ধাক্কায় মৃত্যু: দক্ষিণ ২৪ পরগনার আক্রায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ যুবকের। গতকাল রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, শিবম সরকার, তাঁর বন্ধু সুরজিত্ ভৌমিককে ছাড়তে গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ ট্রেন লাইন ধরে আক্রা স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় পাশাপাশি ২ লাইনে ২টি ট্রেন চলে আসে। দুই ট্রেনের চালকই তাই আলো নিভিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আলো নিভিয়ে দেওয়ায় যেমন চালকরা দুই যুবককে দেখতে পাননি, তেমনই দুই যুবকও সম্ভবত ট্রেন আসছে বুঝতে পারেননি। পুলিশ সূত্রে খবর, বজবজগামী একটি ট্রেন পিছন থেকে ধাক্কা মারে দু’জনকে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: Birbhum News: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি জমিতে চাষের অভিযোগ, প্রতিবাদে পথে দলেরই উপপ্রধান