West Bengal Weather : কাল থেকেই বদলে যাচ্ছে আবহাওয়ার হালহকিকত, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ
Weather Update Kolkata : বর্ষার প্রথম ২ মাসে যে ঘাটতি হয়েছে তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কাল থেকেই আবহাওয়ায় বদল। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সত্ত্বেও বর্ষার প্রথম ২ মাসে যে ঘাটতি হয়েছে তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা।
ফের বৃষ্টির ভ্রুকুটি। সপ্তাহের শুরুতে ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ সরে গেছে মধ্যপ্রদেশের দিকে। তবে তার জেরে সপ্তাহের শুরুতে ভালই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষেও ফের বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,
View this post on Instagram
- শনিবার ফের নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে।
- তৈরি হওয়ার পর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগোবে।
- তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
- উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি সত্ত্বেও বর্ষার প্রথম দু’মাসে যে ঘাটতি হয়েছে তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন থেকে এখনও পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি ২১ শতাংশ। উত্তরবঙ্গে ভাল বৃষ্টিও এই ঘাটতি মেটাতে পারেনি।