![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kolkata Weather Update : হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প, পিছু হঠছে ঠান্ডা, ডিসেম্বরে গরম পড়বে কলকাতায়?
Weather Update : পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই তাপমাত্রা বেড়ে চলেছে।
![Kolkata Weather Update : হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প, পিছু হঠছে ঠান্ডা, ডিসেম্বরে গরম পড়বে কলকাতায়? Kolkata Weather Update Temperature Shoots Up High In December End Kolkata Weather Update : হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প, পিছু হঠছে ঠান্ডা, ডিসেম্বরে গরম পড়বে কলকাতায়?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/255662e542c026063045b2c0074c808a170355904836053_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : ২০২৩ এ উষ্ণ বড়দিন কাটাল বাংলা ( West Bengal Weather )। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯, যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার তাপমাত্রা বাড়ল আরও ১ ডিগ্রি। মঙ্গলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ( Minimum temperature in Kolkata) ১৭.১, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ঢুকছে পূবালী হাওয়া। সকাল সন্ধে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে ভোরের দিকে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে । পূবালী হাওয়ার দাপটে কমেছে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেও চলে।
উত্তরবঙ্গে তুষারপাত?
উত্তরবঙ্গে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও সিকিমে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়াই বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।
কলকাতার আবহাওয়া
কলকাতায় সকালে হালকা কুয়াশা দিয়ে শুরু হয়েছে দিন । পরে মূলত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন ?
সূত্র : mausam.imd.gov.in
Date: 2023-12-26 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Asansol | 27.5 (25/12) | 3 | 15.6 | 4 | 83 | 62 (25/12) | NIL |
ASHOKNAGAR | -- | -- | 14.2 | -- | -- | -- | NIL |
Baharampur | 25.0 (25/12) | -1 | 16.2 | 3 | 88 | 73 (25/12) | NIL |
Bankura | 26.6 (25/12) | 1 | 13.9 | 2 | 82 | 68 (25/12) | NIL |
Bishnupur | 26.6 (25/12) | 1 | 13.9 | 2 | 82 | 68 (25/12) | NIL |
Burdwan | 27.0 (25/12) | 1 | 14.2 | 1 | 75 | 80 (25/12) | NIL |
Coochbehar | 28.5 (25/12) | 3 | 12.1 | 2 | 72 | 73 (25/12) | NIL |
Darjeeling | 16.0 (25/12) | 3 | 6.8 | 4 | 92 | 82 (25/12) | NIL |
Diamond Harbour | 26.5 (25/12) | 1 | 17.0 | 3 | 94 | 77 (25/12) | NIL |
Digha | 28.1 (25/12) | 2 | 15.6 | 2 | 90 | 74 (25/12) | NIL |
Jalpaiguri | 30.8 (25/12) | 5 | 14.5 | 3 | 92 | 67 (25/12) | NIL |
Kalimpong | 16.5 (25/12) | 0 | 11.6 | 4 | 75 | 61 (25/12) | NIL |
Kolkata-Alipur | 25.6 (25/12) | 0 | 17.1 | 3 | 81 | 75 (25/12) | NIL |
Kolkata-Dum Dum | 25.9 (25/12) | 0 | 16.2 | 3 | 81 | 71 (25/12) | NIL |
Kolkata-Howrah | 25.5 (25/12) | 0 | NA | -- | 87 | 72 (25/12) | NIL |
Kolkata-Salt Lake | 26.8 (25/12) | -- | 17.0 | -- | 77 | 69 (25/12) | NIL |
Krishnanagar | 24.6 (25/12) | -1 | 11.8 | -1 | 73 | 62 (25/12) | NIL |
Malda | 26.4 (25/12) | 2 | 18.2 | 4 | 73 | 72 (25/12) | NIL |
Maya Bandar | 30.2 (25/12) | 1 | 26.4 | 3 | 74 | 70 (25/12) | NIL |
Midnapore | 27.1 (25/12) | 2 | 15.6 | 2 | 88 | 63 (25/12) | NIL |
MURSHIDABAD | -- | -- | 14.4 | -- | 80 | -- | NIL |
Nancowrie | 29.0 (25/12) | -1 | 23.9 | -1 | 97 | 89 (25/12) | 105 |
Port Blair | 30.6 (25/12) | 1 | 27.2 | 4 | 66 | 70 (25/12) | TRACE |
PURULIA | 26.3 (25/12) | 3 | 12.1 | 0 | 89 | 66 (25/12) | NIL |
RAMSHAI | 28.6 (25/12) | -- | 14.1 | -- | 83 | 82 (25/12) | NIL |
RATUA | -- | -- | 13.9 | -- | 94 | -- | NIL |
SANTINIKETAN BOLPUR | 25.3 (25/12) | -- | 14.8 | -- | 94 | 85 (25/12) | NIL |
Siliguri | 30.2 (25/12) | -- | 12.0 | -- | 74 | 76 (25/12) | NIL |
Sriniketan | 26.0 (25/12) | 1 | 13.6 | 2 | 84 | 71 (25/12) | NIL |
Sunderban | 27.0 (25/12) | 1 | 16.0 | -1 | 84 | 75 (25/12) | NIL |
আরও পড়ুন :
মিঠে রোদ গায়ে মেখে সবুজে ডুব, বড়দিনে পর্যটকদের চিরন্তন আকর্ষণ শুশুনিয়া
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)