Suvendu On Mamata: 'কালীঘাটে জমি দখল করে বাড়ি সম্প্রসারণ করেছেন', শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী
Suvendu Attacks Mamata Land Encroachment: কালীঘাটে জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ, কী বললেন বিরোধী দলনেতা ?
কলকাতা: এবার মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বিরোধী দলনেতা বলেছেন,'কালীঘাটে নালার জমি জবরদখল করে নিজের বাড়ি সম্প্রসারণ করেছেন' !
শুভেন্দুর আক্রমণের মুখে মমতা
শুভেন্দু এদিন বলেন, জমি জবরদখল করে মিটিং হল তৈরি করেছেন। আপনাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাজমি বুজিয়ে, প্লট করে কোটি কোটি টাকা করেছেন। সুজিত চোর, আপনি সাধু? আক্রমণ শুভেন্দু অধিকারীর।এখানেই শেষ নয়, শুভেন্দু আরও আক্রমণ করে বলেন, 'মুখ্যমন্ত্রীর পুরসভার চেয়ারম্যান, ওসি, আইসিদের কেন ধমকাচ্ছেন? এটা কি মুখ্যমন্ত্রীর কাজ? মুখে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলছেন, আবার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করছেন। উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে',আক্রমণ শুভেন্দুর।
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ?
মূলত, গতকাল নবান্নে পুর-পরিষেবা নিয়ে তীব্র ভর্ৎসনা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে (CM Mamata Banerjee)। কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'প্রতিটি পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে সরকারের ওপরে। এসবে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে।' তিনি এরপরেই বলেন, 'রাজারহাট, সল্টলেকে দখলদারি হচ্ছে। সল্টলেকে সুজিত বসু ইচ্ছেমতো বাইরে লোক বসাচ্ছে। কেন বাইরের লোক বসবে ? ARD অফিসের সামনে একটা করে ত্রিপল লাগাচ্ছে একটা করে বসে পড়ছে। ছবি দেখালে লজ্জা পেয়ে যাবেন। '
আরও পড়ুন, অতি ভারী বর্ষণের আশঙ্কা এবার দক্ষিণবঙ্গে, ভোর থেকেই দুর্যোগ ? হলুদ সতর্কতা এই জেলাগুলিতে..
সোমবার পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে, জবরদখল নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যখন দখলদারি হচ্ছে কেন পদক্ষেপ নিচ্ছি না। কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে এবং একটা স্বার্থানেষী গ্রুপ এটা করছে। তারা ভুলে গেছে এতে রাজ্য়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মুখ্য়সচিবকে নির্দেশ দিচ্ছি। রাম, শ্য়াম জদু, মধু কাউকে ছাড়বেন না। এমনকী আমি হলে আমাকেও ছাড়বেন না। লোভটা বেড়ে যাচ্ছে।'আর মুখ্য়মন্ত্রীর ধমকের পরেই দেখা গেল অ্য়াকশন। বেসরকারি সংস্থাকে নিজের দেওয়া অনুমতি বাতিল করে, নিজে দাঁড়িয়ে থেকে সরকারি কৃষি জমি পুনরুদ্ধার করলেন বিএলআরও।সোমবার নবান্ন সভাঘরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের রণংদেহী মূর্তির কয়েক ঘণ্টার মধ্য়েই এই ছবি দেখা গেল হাওড়ার বালি পুরসভার অন্তর্গত লিলুয়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।