Loksabha Election 2024: ভোটের মাঝেই দলবদল, জঙ্গলমহলে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দুই প্রভাবশালী নেতার
Bankura News: এমন ছবি বাংলা এখন দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে। ভোটের প্রাক্কালে দল বদল এই প্রথম নয়। ভোটের মুখে বাঁকুড়ার জঙ্গলমহলে ফের নিজেদের শক্তিবৃদ্ধি করল বিজেপি।
পুর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রথম দফার ভোট হয়ে গিয়েছে গতকাল উত্তরবঙ্গের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে। তবে এরই মধ্যে ভোটের আগে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার জঙ্গলমহলে এবার কংগ্রেসের পতাকা ছেড়ে পদ্ম পতাকা তুলে নিলেন দুই প্রভাবশালী নেতা। কংগ্রেসের দাবি, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত নেই। তাই তাঁদের দলবদলে তেমন প্রভাব পড়বে না।
এমন ছবি বাংলা এখন দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে। ভোটের প্রাক্কালে দল বদল এই প্রথম নয়। ভোটের মুখে বাঁকুড়ার জঙ্গলমহলে ফের নিজেদের শক্তিবৃদ্ধি করল বিজেপি। সিমলাপালের পর এবার কংগ্রেসের দুই নেতা যোগ দিলেন বিজেপিতে। জানা গেছে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মধুসূদন মন্ডল ও কংগ্রেসের প্রাক্তন শিক্ষক নেতা রঞ্জিত সেন। দল বদল করা দুই নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার কনভেনার বিবেকানন্দ পাত্র। দলবদল করা নেতার দাবি প্রশানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে যে উন্নয়ন ঘটিয়েছেন সেই উন্নয়নে আকৃষ্ট হয়েই তাঁর এই দলবদল। বিজেপির দাবি ভোটের আগে এই দলবদলে জঙ্গলমহলে দল অনেক শক্তিশালী হল। কংগ্রেসের তরফে দাবী এই দুই ব্যক্তিই দীর্ঘদিন ধরেই রাজনীতির আঙিনার বাইরে। তাই তাঁদের যোগদানে কংগ্রেসের কিছু যায় আসে না।