Madan Mitra: "এজেন্ট বসবে না, ফাঁকা মাঠে গোল হবে, বিরোধীরা কোথায়?' বিস্ফোরক মদন
Madan Mitra On Panchayat Vote: "আমরা ১ মাইল দূরে থাকব, চোখ বুজে বলে দেব আমাদেরই ভোট দিয়ে আসছে।" বিস্ফোরক দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: 'পঞ্চায়েতে (Panchayat Election) ৯৮ শতাংশ আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।' দাবি মদন মিত্রর। এদিন তিনি বলেন, "রেখে ঢেকে খেলতে হবে, ২ শতাংশ বাদ না দিলে ভোটটাই না বাতিল হয়ে যায়। এজেন্ট বসবে না, ফাঁকা মাঠে গোল হবে, বিরোধীরা কোথায়? পা ফেলার আগেই দেখবেন ভোট হয়ে গেছে। আমরা ১ মাইল দূরে থাকব, চোখ বুজে বলে দেব আমাদেরই ভোট দিয়ে আসছে।" বিস্ফোরক দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)।
পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক মদন: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট (Panchayat Election) । ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহে কার্যত বিরোধী শূন্য পঞ্চায়েতের হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সুর, ছন্দ মিলিয়ে এদিন মদন মিত্র বলেন, “এজেন্টই বসবে না। ফাঁকা! আমি গানটা গাইতে চেয়েছিলাম, গোল! কাতারে কাতারে মানুষ, আর ফাঁকা মাঠে গোল! কাতারে কাতারে মানুষ, আর ফাঁকা মাঠে গোল! ইডি দিয়ে হয় নাকি ভাই বাংলা দখল?’’ কেন ফাঁকা মাঠ প্রশ্ন করা হলে, তৃণমূল বিধায়ক পাল্টা বলেন, "ফাঁকা মাঠ তো! কই? অপোজিশন কই?'' নাম না করে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মদন মিত্র। এদিন তিনি বলেন, ওই অপোজিশন কোর্টে দাঁড়িয়ে বলছেন, আমার বাড়ির সামনে যেন কেউ না আসে। এর আগে বলেছিলেন ডোন্ট টাচ মি। আমি দেখালাম গানে 'টাচ মি টাচ মি টাচ মি।' ওখানে আর ইঁদুরও যাবে না। সব লোক নবান্নর সামনে, মমতার সামনে, তৃণমূলে সামনে আসবে।''
মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সুষ্ঠু পঞ্চায়েত ভোটের বার্তা দিয়েছিলেন। গতকাল তিনি বলেন, "সুষ্ঠু ভোট হবে। মানুষ ভোট দিতে পারবে।'' কিন্তু, বুধবারই তৃণমূল বিধায়কের গলায় শোনা গেছে অন্য সুর। ভবিষ্যদ্বাণীর ভঙ্গিতে পঞ্চায়েতের ফল নিয়েও বলতে শোনা গেল মদন মিত্রকে। তিনি বলেন, "৯৮ শতাংশ আসনেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। ২ শতাংশ বাদ না দিলে ভোটটাই না বাতিল হয়ে যাবে। রেখে ঢেকে খেলতে হবে। মানুষ হামি দিতে আসছে। একটা মানুষ একটা ভোট। আমার দূরে থাকব, চোখ বুজে বলে দেব আমাদেরই ভোট দিয়ে আসছে। ''
আরও পড়ুন: Mamata Banerjee: অভিষেকের পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর