Madan on Nusrat: 'আমি হলে, শেষ প্রশ্ন পর্যন্ত উত্তর দিতে যেতাম', নুসরতের মেজাজ হারানো প্রসঙ্গে মন্তব্য মদনের
Madan Mitra on Nusrat Jahan: ঠিক কী অভিযোগ উঠেছিল নুসরতের বিরুদ্ধে? কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল তাঁর নামে
কলকাতা: তিনি এলেন.. কিন্তু প্রশ্নের উত্তর দিলেন না। নথি আনলেন... কিন্তু দেখালেন না। সাংবাদিক সম্মেলন করলেন.. কিন্তু মেজাজ হারিয়ে উঠে চলেও গেলেন। তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও দেড় দিন পরে তাঁর দেওয়া সাফাই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
ঠিক কী অভিযোগ উঠেছিল নুসরতের বিরুদ্ধে? কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল তাঁর নামে। কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। বিজেপির উদ্য়োগে এ নিয়ে ইডির কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারীরা।
সম্প্রতি, সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) নুসরত প্রসঙ্গে বলেছিলেন, 'বিরাট দুর্নীতি। আমার কাছে বয়স্ক মানুষেরা এসেছিলেন। ওঁরা সবাই প্রবীণ মানুষ। আমি শঙ্কুকে (শঙ্কুদের পণ্ডা) দায়িত্ব দিয়েছিলাম। সরাসরি ওই সাংসদ দুর্নীতির সঙ্গে যুক্ত। ওই প্রবীণ মানুষদের থেকে টাকা নিয়ে উনি ১ কোটি ৫৫ লক্ষ টাকার একটি ফ্ল্যাটও কিনেছেন। আমার হাতে সব নথ্য রয়েছে। ওঁদেরকে নিয়ে শঙ্কু ইডিতে অভিযোগ করেছে ইতিমধ্যেই। ইডি নিজেই বিষয়টা দেখতে পারে। যদি না দেখে তাহলে আমরা আইনের সাহায্য নেব। এই সমস্ত প্রবীণ মানুষদের আমরা ন্যায়বিচার দেব। ইতিমধ্যেই সাংসদের দুর্নীতি ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে বাকিটাও প্রকাশ হয়ে যাবে।'
এই অভিযোগ ওঠার দেড়দিন পরে, গতকাল সাংবাদিক বৈঠক করেন নুসরত। সেখানে তিনি বলেন, ' প্রথমত, যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির, তার সঙ্গে নাকি আমি জড়িত। সেই কোম্পানি আমি ২০১৭ সালের মার্চ মাসে ছেড়ে দিয়েছি। দ্বিতীয়ত, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমার বাড়ি দুর্নীতির টাকায় কেনা। এই উত্তরে আমি বলব, এই কোম্পানি থেকে আমি একটি লোন নিয়েছিলাম। তার সংখ্যাটা হল ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা। ২০১৭ সালের মে মাসে সুদসমেত এই কোম্পানিকে আমি ১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৯৯৫ টাকা এই কোম্পানিকে আমি ফেরত দিই। তার সমস্ত প্রামাণ্য নথি, বাড়ির দলিল আমার কাছে রয়েছে। আমি চাইলে খুলে দেখাতে পারি। তবে এটা দেখতে কোর্ট থেকে নিতে হবে।'
নিজের বক্তব্য রাখার পরে অবশ্য সাংবাদিতদের কোনও প্রশ্নের উত্তর দেননি নুসরত। বরং প্রশ্নে মেজাজ হারান নায়িকা, তড়ঘড়ি বেরিয়ে যান প্রেসক্লাব ছেড়ে। আর এবার, নুসরতের এই আচরণ নিয়ে মুখ খুললেন মদন মিত্র। এদিন, নুসরতকে নিয়ে মন্তব্য করতে গিয়ে মদন মিত্র বলেন, 'আমি মনে করি, কোনও অভিযোগ এসে সেটা আয়নার মতো সামনে দাঁড়িয়ে ফেস করা উচিত। আমি যত প্রশ্ন এড়াব, তত মানুষের মনে এই প্রশ্নটা থাকবে যে কেন প্রশ্নটা এড়িয়ে গেল। যদি আমি হতাম, তাহলে শেষ প্রশ্ন পর্যন্ত উত্তর দিয়েই যেতাম। কারণ উত্তরটা না দিয়ে গেলে প্রশ্নটা প্রশ্নই থেকে যায়।'
সত্যিই কী আরও উত্তর দেবেন নুসরত? নাকি অপেক্ষা করবেন, ভরসা রাখবেন আইনের ওপর? জানেন কেবল নুসরতই।
আরও পডুন: Jeetu Nabanita: ৩ বছর আগের সুখস্মৃতি, নবনীতার জন্মদিনে পুরনো ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জিতুর