Madhyamik Result 2023: ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ
৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। ট্যুইট করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটেও (https://bengali.abplive.com/)। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল। প্রকাশ করা হবে প্রথম দশের মেধাতালিকা।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
— Bratya Basu (@basu_bratya) May 10, 2023
মাধ্যমিকের ফলপ্রকাশ: এবার মাধ্য়মিক পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। গতকালই শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'মাধ্যমিকের রেজাল্ট আশা করছি দিন দশকের মধ্যে বেরিয়ে যাবে।' সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই জানিয়ে দেওয়া হল আগামী ১৯ মে প্রকাশিত হচ্ছে এবছরের মাধ্যমিকের ফল। আরও স্পষ্ট করে এদিন জানিয়ে দিলেন ফলপ্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ।
গত ৪ মার্চ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। কিন্তু বজ্র আঁটুনির মধ্যেও থেকে ফস্কা গেরো! এবারও অভিযোগ ওঠে, প্রশ্নপত্রের ছবি বাইরে বেরিয়ে যাওয়ার। মাধ্যমিকের (Madhyamik 2023) দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শুরুর পর, প্রশ্নপত্রের ৩টি পাতার ছবি ট্যুইট করে, সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দাবি করেন, প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় (Social Media) ঘুরে বেড়াচ্ছে। বিজেপি (BJP) রাজ্য় সভাপতির পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। ওই দিনই ঘটনার নেপথ্য পরিকল্পিত অন্তর্ঘাতের অভিযোগ তুলে বিবৃতি দেন মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, 'পরীক্ষার হল থেকে যে ছবি তুলে একটা অপচেষ্টা চলে। প্রশ্ন ফাঁস ঘটনা sabotage। বলার পরই বন্ধ হয়ে গেছে।'
অঙ্ক পরীক্ষায় ১৫ নম্বর প্রশ্নে গ্রাফ করতে দেওয়া হলেও ওইদিন কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছয়নি গ্রাফ পেপার (Graph Paper)। প্রশ্নের মুখে পড়ে পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার খাতাতেই ছক কেটে দিতে হবে উত্তর। উত্তর মিললেই দেওয়া হবে পুরো নম্বর। এদিন পর্ষদের আশ্বাস এই ঘটনায় কারও রেজাল্ট প্রভাবিত হবে না । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, 'প্রতিটা কেন্দ্রে জানিয়েছিলাম ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে না। অঙ্ক ঠিক করলে। গ্রাফ পেপারের অভাবে রেজাল্ট প্রভাবিত হবে না। প্রাথমিক রিপোর্ট পেয়েছি।' এবছর পরীক্ষার হলে ৯ টি মোবাইল ফোন ধরা পড়েছে। আলিপুরদুয়ারের ৩ টি ও হুগলির ১টি স্কুলে সামনে এসেছে পরীক্ষার পর ভাঙচুরের ঘটনা।
আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?
Education Loan Information:
Calculate Education Loan EMI