Viral: গালভরা নামে রেস্তোরাঁতে বিকোচ্ছে পাঁপড়, 'ভয়ঙ্কর অপরাধ এটা', বলছেন নেটিজেনরা
Viral Video: এই পোস্টটি করার পর থেকে এখনও পর্যন্ত ৭ হাজার ২০০টি বেশি লাইক রয়েছে এবং সাড়ে ৪ লক্ষের বেশি শেয়ার হয়েছে।
কলকাতা: রথের মেলায় শুধু নয়, পাঁপড় ভারতীয় খাবারে একটি জনপ্রিয় নাম। তা সে লাঞ্চে হোক কিংবা স্ন্যাকসে। বিকেলে পাঁপড় খেতে খেতে আড্ডা দেওয়াও একটা অভ্যাস। এছাড়াও পাঁপড় আর জিলিপি তো জমজমাট কম্বিনেশন। কিন্তু সেই পাঁপড়ই এবার মালয়েশিয়ার একটি রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে গালভরা নামে, বিশাল দামে। যা নিয়ে নেটমহলে তুমুল হাসির রোল উঠেছে।
এক ট্যুইটার ইউজার একটি পোস্ট করেছেন। সেখানে রয়েছে একটি মেনু কার্ড। সেই মেনুকার্ডে পাঁপড়ের নাম আর দাম দেখে চোখ কপালে ওঠার জোগাড়। মেনুতে এই পাঁপড়ের নাম দেওয়া হয়েছে, "এশিয়ান নাচোস"। তবে শুধু পাঁপড় নয়, এটি রীতিমতো থালি হিসেবে পরিবেশন করা হয়েছে। কী রয়েছে সেই থালিতে? সেখানে রয়েছে- পাঁপড়, অ্যাভোকাডো, তেঁতুল, সালসা এবং শ্যালট।
এই পোস্টটি করার পর থেকে এখনও পর্যন্ত ৭ হাজার ২০০টি বেশি লাইক রয়েছে এবং সাড়ে ৪ লক্ষের বেশি শেয়ার হয়েছে। একজন টুইটার ইউজার জানিয়েছেন, রেস্তোরাঁটির নাম 'Snitch by the Thieves'। এই রেঁস্তোরাটি রয়েছে মালয়েশিয়ায়। রেস্তোরাঁর সাইট অনুসারে, "এশিয়ান নাচোস" এর দাম ২৫ মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ৫০০ টাকা।
A culinary crime has been committed pic.twitter.com/owYQoILSnk
— samantha (@NaanSamantha) January 22, 2023
অনেকেই এই পোস্ট দেখে তাঁদের রিয়াকশন জানিয়েছেন। অনেকেই বলেছেন এসব মুগডালের পাঁপড় তাঁদের বাড়িতেই হয়। আর অন্য কিছু খেতে হলে তাঁরা সেটা বাইরে থেকেই আনিয়ে খায়। কিন্তু সেই ২ টাকার পাঁপড়েই খুশি তাঁরা। একজন তো বলেই ফেললেন যে পাঁপড় খাব তাও আবার ডলারে, কভি নেহি!
আরও পড়ুন, মাঙ্কি টুপি বিকোচ্ছে ৩১ হাজারে! ছবি দেখে চক্ষু চড়কগাছ সকলেরই
তবে এমন খাবারের বহর দেখে অসন্তোষ প্রকাশ করেছে অনেকেই। এক ট্যুইটার ইউজার লিখেছেন, এই খাবারের এত দাম আর এমন নামের বহর পাপ নয় অপরাধ। প্রসঙ্গত, গত বছর মার্কিন মুলুকে একটি রেস্তোরাঁর মেনু অনলাইনে ভাইরাল হয়েছিল। যা দেখে পিলে চমকে ছিল ভারতীয়দের। ভারতীয় খাবারের নাম পরিবর্তন করে অতিরিক্ত দাম নেওয়ায় তুমুল বিতর্কও হয়েছিল। সাদা ধোসাকে "ডাঙ্কড ডোনাট ডিলাইট" নাম দিয়ে তাঁর দাম ১৭ ডলার নেওয়া নিয়ে হইচই পড়ে যায়।