Malda News: গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল নবম শ্রেণীর ৩ পড়ুয়া
Malda Drowning Incident: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল মালদার ৩ পড়ুয়া..
করুণাময় সিংহ, মালদা: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন স্কুল পড়ুয়া। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায়। ওই তিন স্কুল পড়ুয়ার বাড়ি ১৭ মাইল এলাকায়। ঘটনাস্থলে বৈষ্ণব নগর থানার পুলিশ। নবম শ্রেণী ৩ পড়ুয়াকে উদ্ধারে নামানো হল ডিজাস্টার ম্যানেজমেন্ট। স্পিডবোটে করে চালানো হয় তল্লাশি। যদিও এখনও উদ্ধার হয়নি।
নদীতে নেমে একাধিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে
গত কয়েক বছরে, নদীতে নেমে একাধিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুধুই ছোটোরা নয়, বড়রাও নদীতে স্নান করতে নেমে অতীতে জলের নিচে তলিয়ে গিয়েছেন। চলতি বছরে ভাগীরথীতে স্নান নেমে মর্মান্তিক ঘটনা ঘটেছিল ইংরেজ বাজার থানা এলাকায়। তলিয়ে গিয়েছিল দুই বন্ধু। বাইশ সালে মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী ছিল বর্ধমান শহর। দামোদরের চড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল ১৭ বছরের সৌরশুভ্র। তখনই ভয়াবহ ঘটনা ঘটে। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের।
টিউশনের নাম করে বাড়ি থেকে বের হয় ওই তিন কিশোর
অতীতে বাঁকুড়ার মেজিয়ায় দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল ১৭ বছরের তিন কিশোর। পরে দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তিনজনই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি ছিল, টিউশনের নাম করে বাড়ি থেকে বের হয় ওই তিন কিশোর। তারপর সকালে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছিল।
স্থানীয়দের তৎপরতায় প্রাণ রক্ষা
প্রসঙ্গত, অতীতে নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছিল একটি গাড়ি। অল্পের জন্য প্রাণ বেঁচেছিল কিশোরের। জানা গিয়েছিল, গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়ি। স্থানীয় সূত্রে খবর, রুবির বাসিন্দা কিশোরের পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ওই কিশোর গাড়িতে উঠে গিয়ার পাল্টাতেই চাকা গড়াতে শুরু করেছিল। গাড়ি সুদ্ধ গঙ্গায় পড়ে যায় বালক। স্থানীয়দের তৎপরতায় তার প্রাণ রক্ষা হয় সেবার।
আরও পড়ুন, 'ঠাকুরবাড়িতে তালা ভাঙতে হল কেন ?', বাগদা উপনির্বাচনের আগে যুযুধান শান্তনু ও মমতা ঠাকুর
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।