Malda: বেহাল রাস্তায় মৃত্যু রোগিণীর! সাংসদকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের
Bad Road Condition:বামনগোলায় সাংসদকে সামনে পেয়ে বেহাল রাস্তা নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

করুণাময় সিংহ, মালদা: ভাঙাচোরা রাস্তা। গাড়ি যেতে পারে না। তাই খাটিয়ায় নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে রোগিণীকে। শেষরক্ষা হয়নি, পথেই মারা যায় রোগিণী। আর তারপরে, আজ, রবিবার এলাকায় গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ (BJP MP)। মালদার (Malda) বামনগোলায় সাংসদকে সামনে পেয়ে বেহাল রাস্তা নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
খগেন মুর্মু (Khagen Murmu) দীর্ঘদিন ধরেই জনপ্রতিনিধি। আগে মালদার হবিবপুরের বিধায়ক ছিলেন তিনি। পরে লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে সাংসদ হন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বারবার অভিযোগ জানালেও রাস্তার হাল ফেরেনি। এদিন বিক্ষোভের মুখে পড়ে সঙ্গে সঙ্গে বিডিওকে ফোন করেন বিজেপি সাংসদ। বেহাল রাস্তা ঠিক করার জন্য সাংসদ তহবিল থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার কথা বলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।
গতকাল বেহাল রাস্তার (Bad Road Condition) কারণেই হাসপাতালে যাওয়ার পথে মারা যান গৃহবধূ। সেই ঘটনা ঘিরেই তুমুল ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে বিধায়ক, তারপরে ওই জেলারই সাংসদ। তারপরেও কেন রাস্তা বেহাল রয়েছে সেই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, তাঁর এলাকায় এখনও পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল রয়েছে। কখনও সেই রাস্তা ঠিক হচ্ছে না। সংসদ তহবিল থেকে দেওয়া টাকার পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন বামনগোলার (Bamangola) মালডাঙা গ্রামের বাসিন্দারা। এক গ্রামবাসী সুমন দাসের অভিযোগ, 'বারবার করে আসছেন, আশ্বাস দিয়ে যাচ্ছেন, ১০ লক্ষ, ৫ লক্ষ করে দিচ্ছেন। কিন্তু আমাদের তো স্থায়ী সমাধান নয়। ৫ কিলোমিটার রাস্তা, ১০ লক্ষ টাকা দিয়ে কী হবে? আমরা চাইছি একটা স্থায়ী সমাধান। সবাই তো রাজনীতির রং নিয়ে ব্য়স্ত। কিন্তু, আমরা সাধারণ মানুষ তো মরে যাচ্ছি।' খগেন মুর্মু জানিয়েছেন, বিডিও-র সঙ্গে কথা বলে ১৩ লক্ষ টাকা আপাতত তাঁর সাংসদ তহবিল থেকে দিচ্ছেন। বাকি টাকা কোন তহবিল থেকে আসবে, তা বিডিও-কে জানাতে বলা হয়েছে।






















