Malda: ইংরেজবাজার এলাকা থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Malda News: মৃত গৃহবধূর বাবা বিপদ শীল দাবি করেন, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর মেয়েকে মানসিক ও শারীরিক অত্যাচার করত তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ি অন্যান্যরাও। প্রায়ই তাঁদের গণ্ডগোল হত বলেও খবর।
করুণাময় সিংহ, মালদা: চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মালদার (Malda) ইংরেজবাজার থানা এলাকা (English Bazar Police Station)। ইংরেজবাজারের গাবগাছি যদুপুর এলাকায় ঘরের ভিতর থেকে এক গৃহবধূর (House Wife) রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। চাঞ্চল্য ছড়াল এলাকায়।
মালদায় গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার
ঘরের ভিতর থেকে এক গৃহবধূর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। পণের জন্য গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃত গৃহবধুর নাম রিঙ্কি শীল মণ্ডল। মৃতার বয়স ২৬ বছর। অভিযুক্ত স্বামীর নাম ছোটন মণ্ডল। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনির বাসিন্দা বিপদ শীলের মেয়ে রিঙ্কি শীলের সঙ্গে যদুপুরের যুবক ছোটন মণ্ডলের বিয়ে হয়। পরিবারে তাঁদের এক সন্তানও রয়েছে। মৃত গৃহবধূর বাবা বিপদ শীল দাবি করেন, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর মেয়েকে মানসিক ও শারীরিক অত্যাচার করত তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ি অন্যান্যরাও। এই নিয়ে মাঝেমধ্যেই তাঁদের মধ্যে গণ্ডগোল লেগে থাকত বলেও খবর। মৃতার বাবার দাবি, পণ হিসাবে আবার টোটো কেনার জন্য ২ লক্ষ টাকা দাবি করেছিল তাঁর জামাই। আর সেই টাকা না দিতে পারায় তাঁর মেয়েকে খুন করেছে বলে অভিযোগ মৃতার বাড়ির লোকের।
আরও পড়ুন: Egra : ৩দিন ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে, এগরায় চারচাকা গাড়ি থেকে উদ্ধার প্রায় ৫০ কেজি গাঁজা
এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মৃত গৃহবধুর পরিবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও তাঁর বাড়ির লোকেরা পলাতক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
গতরাতেই মালদায় আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রথমত নাবালিকা খুন, আর সেই ঘটনাতেই তন্ত্রসাধনার যোগের অভিযোগ উঠল। ঘটনাস্থল মালদার চাঁচল। ওই ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযুক্তকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্তকে আটক করেছে পুলিশ। খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মালদার চাঁচলে ৮ বছরের বালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন। গলার নলি কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী তরুণের বিরুদ্ধে।