Malda accident: লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন বাইক চালক
শীতের রাতে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা ঘটনা। গতকাল রাত সোয়া ১০টা নাগাদ মালদার শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) রতুয়ায় মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। বাইক-লরির মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু। শীতের রাতে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা ঘটনা। গতকাল রাত সোয়া ১০টা নাগাদ মালদার শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অন্যদিকে, মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মালতিপুর বিধানসভা বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি আব্দুর রহিম বক্সি।
জানা গিয়েছে, সামসির দিকে যাওয়ার সময়, বাইকের সঙ্গে উল্টোদিক থেকে আসা লরির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক দীপ সাহার। গুরুতর জখম আরেক আরোহী কিষাণ মণ্ডলকে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘাতক লরিটিকে রতুয়া থানার পুলিশ আটক করলেও, তার চালক পলাতক।
এঁদের দুজনেরই বাড়ি চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কান্ডারন এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এদিন রাত প্রায় আটটা নাগাদ দুই যুবক বাইকে চেপে শ্রীপুর থেকে সামসীর পথে রওনা হয়েছিলেন। সেসময় উলটোদিক থেকে আসা মাল বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।
রবিবার নদিয়ার হাঁসখালিতে সৎকারে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে শববাহী গাড়ির সংঘর্ষ। ৬ মহিলা, এক শিশু সহ ১৭ জনের মৃত্যু। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের।
নদিয়ার হাঁসখালির ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। শোকজ্ঞাপন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে রাজ্যপাল ট্যুইটে লেখেন, মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে ভাবা দরকার।
মুখ্যমন্ত্রী লিখেছেন, নদিয়ার দুর্ঘটনার খবরে শোকাহত। মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।...পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের সহযোগিতা করবে। দুঃখজনক পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ট্যুইট, পশ্চিমবঙ্গের নদিয়ায় পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি সমবেদনা রইল। এই কঠিন পরিস্থিতিতে ঈশ্বর ওঁদের সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।