Malda News: অনুমতি ছাড়াই শুরু সরকারি প্রকল্প! তদন্তের নির্দেশ জেলাশাসকের
Malda Update: পুরাতন মালদা ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েতের ৩০২টি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
করুণাময় সিংহ, মালদা: একাধিক সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। ঘটনাস্থল পুরাতন মালদা ব্লক। ওই ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েতের ৩০২টি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বিডিওকে।
কী অভিযোগ:
ওই ব্লকের একের পর এক গ্রাম পঞ্চায়েতে অনুমোদন ছাড়াই ১০০ দিনের প্রকল্পের কাজ করার অভিযোগ উঠেছে। পুরাতন মালদার চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উঠেছে এমনই অভিযোগ। মঙ্গলবাড়ী, মুচিয়া, ভাবুক ও মহিষ বাথানি এই চারটি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একশো দিনের প্রকল্পে ৩০২টি কাজ অনুমোদন ছাড়াই করানোর অভিযোগ উঠেছে। এমনকী, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই কাজগুলোকে সরকারি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক। বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ।
জেলাশাসকের বক্তব্য:
মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, কোন ব্লকে ১০০ দিনের কাজে কতগুলি প্রকল্প হয়েছে, এই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে পুরাতন মালদায় এই ধরনের ভুয়ো প্রকল্প নজরে এসেছে। এই প্রকল্পের কোনও অনুমোদন তিনি দেননি বলে জানিয়েছেন। একাধিক প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কোথাও কোথাও প্রকল্পের কাজ শেষও হয়ে গিয়েছে। যে সমস্ত জায়গায় কাজ চলছে সেই সমস্ত জায়গায় কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে। কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হয়ে গিয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বিডিওকে সমস্ত ঘটনার তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কী বলেছেন বিডিও:
এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও (BDO) মহম্মদ ইরফান হাবিব বলেন, 'জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত আরম্ভ হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে জেলাশাসকের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে।'
শুরু রাজনৈতিক তরজা:
একের পর এক পঞ্চায়েতে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির (BJP) দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, 'জেলার সর্বত্র এই ধরনের বেনিয়ম হয়েছে। সরকারি কর্মীদের একাংশ এবং তৃণমূলের নেতা-নেত্রীরা এই লুটপাটের ঘটনায় জড়িত। সেন্ট্রাল এজেন্সিকে জানাবো পুরো ঘটনার তদন্ত করার জন্য।'
তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'অভিযোগ পেলেই ঘটনার তদন্ত হচ্ছে। জেলাশাসক ঘটনার তদন্ত করছেন। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।'
আরও পড়ুন: অসুস্থ যুবককে অস্বীকার পরিবারের, স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়ে 'ভগবান' পুলিশ