Malda: মালদায় জাতীয় সড়কে তৃণমূলের বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে ধরা পড়ে ক্যামেরায়। অন্তত দু-রাউন্ড গুলি ছোড়া হয়।
করুণাময় সিংহ, কালিয়াচক (মালদা) : কালিয়াচকে তৃণমূলের বিজয় মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা। জাতীয় সড়ক অবরোধ করে শাসকদলের একপক্ষের বিজয় মিছিল করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় সড়ক পুলিশ ফাঁকা করে দেওয়ার কথা মিছিলকারীদের জানালে তাদের তরফে পুলিশকে লক্ষ্য করে ইট, পটকা ছোড়া হয় বলে অভিযোগ। যে ঘটনায় একজন পুলিশকর্মী আহত হন। যারপরই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে ধরা পড়ে ক্যামেরায়। অন্তত দু-রাউন্ড গুলি ছোড়া হয়। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার অলোক রাজৌরিয়া। আপাতত গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
মালদার কালিয়াচকে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার চলে এসেছে প্রকাশ্যে। জানা গিয়েছে, গোষ্টীদ্বন্দ্বের জেরে কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানকে অপসারিত হয়েছেন। তৃণমূলেরই একপক্ষের প্রধান অপসারিত হয়ে অপর গোষ্টীর একজন প্রধান নির্বাচিত হওয়ার পরই বিজয় মিছিল বের করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। আর অভিযোগ, সেই বিজয় মিছিল ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল। মিছিলকারীদের পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়ক ফাঁকা করে দেওয়ার কথা বলা হলেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
দেখুন ভিডিও-পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের
পুলিশের দিকে মিছিলকারীদের পক্ষ থেকে ইট, পটকা জাতীয় জিনিস ছোড়ার পর একজন পুলিশকর্মী আহত হন আর তারপরই সেখানে এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। যারপর তারা ফের মিছিলকারীদের জাতীয় সড়ক ফাঁকা করে দেওয়ার কথা বলেন। কিন্তু পরিস্থিতি হয়ে ওঠে ঘোরালো। যারপরই মিছিলকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অন্তত দু রাউন্ডে শূন্যে গুলি ছুড়তে হয়। যে ঘটনা ধরে পড়ে আমাদের ক্যামেরাতে। যদিও গুলি চালানোর ঘটনা প্রাথমিকভাবে অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষে।
বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে মানিকচকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৪
মালদার রতুয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলত্যাগের হুমকি পঞ্চায়েত সদস্যদের