Malda: ইংরেজবাজারে কার্নিভাল ঘিরে ২ তৃণমূল নেতার প্রকাশ্যে বাকবিতণ্ডা
Malda News: দলীয় বৈঠকের মধ্যেই শুরু হয়ে যায় বাকবিতন্ডা। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে তৃণমূলের পক্ষ থেকে বৈঠক ডাকা হয়।
করুণাময় সিংহ, মালদা: ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে কার্নিভাল। মালদা (malda) শহরের পোস্ট অফিস মোড়ে পালন করা হচ্ছে কার্নিভাল (carnival) উৎসব। আর এই কার্নিভাল উৎসবকে ঘিরে তৃণমূলের দলীয় বৈঠকে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়ালেন প্রাক্তন পৌর প্রশাসক ও বর্তমান পৌর প্রশাসক। দলীয় বৈঠকের মধ্যেই শুরু হয়ে যায় বাকবিতন্ডা। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে তৃণমূলের পক্ষ থেকে বৈঠক ডাকা হয়। আর সেখানেই বর্তমান পৌর প্রশাসক সুমলা আগরওয়ালার বিরুদ্ধে প্রকাশ্যে একরাশ ক্ষোভ উগরে দেন প্রাক্তন পৌর প্রশাসক নিহার রঞ্জন ঘোষ। শুরু হয়ে যায় তুমুল হাঙ্গামা বাকবিতন্ডা।
নিহার বাবুর অভিযোগ ২০১৭ সালে তার আমলে প্রথম কার্নিভাল উৎসব শুরু হয়। কিন্তু সেই সময়ে বর্তমান পৌর প্রশাসক রয়েছেন তিনি সহ আরো বেশ কয়েকজন বাধা সৃষ্টি করেছিলেন। পরের বছর বন্ধ করে দেওয়া হয়েছিল কার্নিভাল। যখন সুমালা আগরওয়ালা আবার নিজে পুরো প্রশাসক হয়েছেন তখন আবার এই কার্নিভাল উৎসব শুরু করেছেন। পুরসভার উদ্যোগে এই অনুষ্ঠান হলে ও প্রাক্তন পৌর প্রশাসককে জানানোর প্রয়োজন বোধ করেনি বর্তমান পৌর কর্তৃপক্ষ। সুমালা আগরওয়ালা বলেন এই নিয়ে এখনই তিনি কিছু বলবেন না। কার্নিভাল উৎসবের সাথে জড়িয়ে থাকা আরেক পুরো কো-অডিনেটর আশিস কুন্ডু বলেন, ''নিহার বাবুকে কার্ড পাঠানো হয়েছে এখন তিনি কেন এই ধরনের কথা বলছেন জানি না।''
গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আরেক প্রাক্তন পৌর চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি। যদিও গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি বলেন দলে কোনো বিরোধ নেই। দলীয় বৈঠকে যখন তৃণমূলের জেলার শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকেছেন ঠিক সেইসময় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যে হাঙ্গামা শুরু হয়েছে তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথী ঘোষ বলেন এটা নতুন কিছু নয় কার্নিভালের নাম করে কোটি কোটি টাকা নয়ছয় করা হচ্ছে। ভাগ বাটোয়ারা নিয়ে এই গোলমাল। আগামী দিনে তা আরো প্রকাশ্যে আসবে।
আরও পড়ুন: জয়ী বামপ্রার্থীর সঙ্গে শপথের আগে সাক্ষাৎ জয়ী বিজেপি প্রার্থীর, কী কথা হল?