Malda News: মালদায় রামের পুজোয় সামিল TMC নেতারা, মুখে 'জয় শ্রীরাম' স্লোগান
TMC Leader in Ram Rally: রামের শোভাযাত্রায় সামিল হতে দেখা গেল তৃণমূল নেতাদের। মুখে 'জয় শ্রীরাম' স্লোগান ..
করণাময় সিংহ, মালদা: তৃণমূল নেতাদের (TMC Leader) দেখা গেল রামের পুজোয় সামিল হতে। রামের শোভাযাত্রায় সামিল হতে। মুখে 'জয় শ্রীরাম' স্লোগান।যদিও পরে তাঁরা আবার সংহতি মিছিলেও হাঁটলেন।
মালদার হরিশ্চন্দ্রপুরে এই দৃশ্য দেখে অবাক বহু মানুষ। তবে পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূল নেতারা স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে পা মেলালেন রামের শোভাযাত্রায়। হরিশ্চন্দ্রপুর কিরণ বালা বালিকা বিদ্যালয়ের পাশে শ্রী রামের মূর্তি পুজো দিয়ে শুরু হয় শোভাযাত্রা। হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করে সেই শোভাযাত্রা শেষ হয় গড়গড়ি পর্যন্ত। দুই জায়গাতেই ধুমধাম করে শ্রী রামের পুজো ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, এশহর আগেও বহুবার শাসক ও বিরোধীদলের একইদিনে পৃথক পৃথক কর্মসূচি রাখতে দেখেছে। একুশের বিধানসভার (WB Assembly Election 2021) আগে, রাজ্যে 'বিজেপির রথযাত্রা' যেমন একদিকে দেখেছে রাজ্য। তেমনই তারই পাশাপাশি তৃণমূলের 'দিদির দূত'-র সঙ্গেও সাক্ষাৎ হয়েছে বঙ্গবাসীর। শহর কলকাতায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও গেরুয়া শিবিরের সভা ঘিরে কম জলঘোলা হয়নি। আর এবার, লোকসভা ভোটের আগে (Lok Sabha Election 2024) অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন, মমতার কলকাতায় সংহতি মিছিলডাকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আলাদাই মাত্রা নিয়েছে। আর তারই মাঝে এবার তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে, রামমন্দির প্রতিষ্ঠার দিনই (Ram Temple) বহুদিন ধরে চলে আসা বিতর্কের যবনিকা টানলেন প্রধানমন্ত্রী (PM Modi)। রামমন্দির প্রতিষ্ঠানের দিন এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সেটাও একটা সময় ছিল, যখন কিছু মানুষ বলেছিল যে, রামমন্দির তৈরি হলে আগুন লেগে যাবে। এরকম মানুষ ভারতের সামাজিক পবিত্র দিককে জানতেই পারেনি। রামলালার এই পবিত্র মন্দিরের নির্মাণ, ভারতীয় সমাজের শান্তি, সদভাবের প্রতীক। আমি দেখছিলাম, যে রাম মন্দিরের নির্মাণ কোনও আগুনকে নয়, নতুন তেজের জন্ম দিয়েছে।'
আরও পড়ুন, অযোধ্যা থেকে ফিরেই বড় বার্তা মোদির, বললেন 'দেশবাসী পেতে চলেছেন..'
মোদির সংযোজন, 'এটা হল রামের রূপে রাষ্ট্রচেতনার মন্দির। রাম ভারতের ভরসা। রাম ভারতের বিচার। রামই ভারতের প্রতিষ্ঠান। রামই নীতি। রামই হলেন বিশ্ব আত্মা। আর এই জন্যই রামের প্রতিষ্ঠা যখন হয়, তখন তার প্রবাহ , শুধু কোনও শতাব্দীতেই থেমে থাকে না। এর প্রবাহ হাজার বছরের জন্য হয়। এরপরেই মোদি মহর্ষি বাল্মীকির কথা মনে করিয়ে বলেন, রামের প্রবাহমান কাল ১০ হাজার বছর।'