Mamata Banerjee: 'মামলায় আটকে নিয়োগ' বিরোধীদের দায়ী করে আক্রমণে মুখ্যমন্ত্রী
West Bengal News: স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে, যখন তৃণমূলের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে বিরোধীরা, তখন দ্বিমুখী আক্রমণের রাস্তায় হাঁটল তৃণমূল।
কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে, এবার দ্বিমুখী আক্রমণের রাস্তায় হাঁটল তৃণমূল। একদিকে, আদালতের সওয়াল জবাব, অন্যদিকে, জনসভা থেকে স্কুলে নিয়োগ না হওয়ার দায় বিরোধীদের ঘাড়ে চাপানোর কৌশল নিল রাজ্যের শাসক দল। পাল্টা, জবাব দিয়েছে বিরোধীরা।
বিরোধীদের আক্রমণে মুখ্যমন্ত্রী: সামনেই লোকসভা ভোট। তার আগে, স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে, যখন তৃণমূলের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে বিরোধীরা, তখন দ্বিমুখী আক্রমণের রাস্তায় হাঁটল তৃণমূল। একদিকে, আদালতের সওয়াল জবাব, অন্যদিকে, জনসভা থেকে স্কুলে নিয়োগ না হওয়ার দায় বিরোধীদের ঘাড়ে চাপানোর কৌশল নিল রাজ্যের শাসক দল। বুধবার, SSC-মামলার শুনানিতে বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দুই বিচারপতি শুধুমাত্র বিকাশরঞ্জন ভট্টাচার্যর কথা শুনে রায় দিয়েছেন। আর, গতকালই বর্ধমানের প্রশাসনিক সভা থেকে সিপিএম-কংগ্রেস এবং বিজেপিকে এক যোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কী বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়?
গতকাল মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষকদের পদ আমাদের রেডি আছে। কয়েক হাজার শিক্ষক আমরা নেব। কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম-বিজেপির কয়েকটা পাণ্ডা। সিপিএম-কংগ্রেস-বিজেপি, রাম-বাম-শ্যাম। ছেলেদের চাকরি না দিয়ে আটকে রেখে দিয়েছে, তা না হলে প্রায় ৬০-৭০ হাজার ছেলে-মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতেন মনে রাখবেন। রেডি করে বসে আছি, আওয়াজ তুলুন আমরা চাই, যদি কোথাও অন্যায় হয়ে থাকে, আদালত ঠিক করুক। কেউ কেউ ভোটে জেতে না, কোর্টে চলে যায়। আমি আবেদন করব, মাননীয় মহামান্য আদালতের কাছে প্লিজ নতুন শূন্যপদগুলো পূরণের ব্যবস্থা করে দিন। যাতে হাজার হাজার ছেলে-মেয়ে চাকরির সুযোগ পায়।’’
এই প্রথম নয়, এর আগেও, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে আক্রমণের নিশানা করা হয়েছে, বিভিন্ন নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যকে। মাসের পর মাস ধরে, রাস্তায় আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। মামলা চলছে আদালতে। কিন্তু, কবে নিয়োগ হবে, এই চাপানউতোরের মধ্যে সেই অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rahul Gandhi: আজ বাংলায় প্রবেশ করছে রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা