Mamata Banerjee Update: 'বাংলার ঐক্য দেখে হিংসে হয় অনেকের, ছেলেমেয়েকে IPS, IAS তৈরি করুন', রেডরোড থেকে বার্তা মমতার
Mamata Banerjee on Eid: রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপি-কেও একহাত নেন মমতা।
কলকাতা: রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান (Red Road Namaz) থেকে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানালেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সকলকে একসঙ্গে বাঁচতে হবে। লড়তে হবে একসঙ্গে এবং জিততেও হবে। মমতা জানিয়েছেন, সকলকে রনিয়ে চলার শিক্ষাই তিনি পেয়েছেন নিজের মা-বাবার কাছ থেকে। আজীবন সেই লক্ষ্য নিয়েই চলবেন। তার জন্য আত্মবলিদান দিতেও কুণ্ঠা বোধ করবেন না।
রেডরোডের নমাজ থেকে ঐক্যের বার্তা মমতার
মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ (Eid Festival)। পবিত্র রমজান মাসের শেষে পরিজন, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠার দিন৷ সকাল থেকে মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময় চলছে৷ ইদ উপলক্ষে নিয়মমাফিক সকালে রেড রোডেও আয়োজন করা হয়েছে বিশেষ নমাজের৷ সেই অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপি-কেও একহাত নেন মমতা। বলেন, "এই মুহূর্তে দেশের পরিস্থিতি ঠিক নেই। বিভাজনের রাজনীতি চলছে। তার মধ্যেও কথা দিচ্ছি, যত দিন বাঁচব, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, সকলের জন্য লড়ব। মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায় বিচারের জন্য আত্মবলিদান দিতেও প্রস্তুত আমি। কিন্তু চোখরাঙানির সামনে মাথা নোয়াব না।"
ঐক্যের বার্তা দিতে গিয়ে মমতা বলেন, "ধর্ম যার যার নিজের নিজের। কিন্তু উৎসব সকলের। এই ইদ শান্তি, সম্প্রীতি, সুখ বয়ে আনুক। বাংলাই শান্তি এবং সংহতির পথ দেখাবে। আমরা এমন কিছু হতে দেব না, যাতে আপনারা আঘাত পান। আমরা সবাইকে হাসিমুখে দেখতে চাই। যারা ভয় পায়, তারাই মরে। তাই যা করতে হয় করব। আমি কাউকে ভয় পাই না। কফন আমার জন্য অপেক্ষা করে, আমি কফনের জন্য নয়।"
মমতা আরও বলেন, " যে বিভাজন, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি চলছে, তা ঠিক নয় দেশের জন্য। আমরা ঐক্য চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়, আমরা চাই, অচ্ছে দিন সকলকে একজোট করুক। আমাদের একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। কেউ কেউ মিথ্যে বলে হিন্দু-মুসলমানকে টুকরো টুকরো করতে চায়। বাংলার ঐক্য দেখে হিংসা হয় অনেকের। সকলে শান্তিতে থাকুন। বাংলায় যেমন ঐক্য রয়েছে, আর কোথাও নেই।"
দেশকে টুকরো হতে দেবেন না, বললেন মমতা
রেডরোডে নমাজ পড়তে আসা সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে মমতা বার্তা, "ছেলেমেয়েক আইএএস, আইপিএস করতে হবে। মেডিক্যাল কলেজে যেতে হবে, ডাক্তার, প্রফেসর, শিক্ষক হবে। বড় জায়গায় পড়াশোনা করাতে হবে সকলকে। আমাদের ছেলেমেয়েরা খুব ভাল পড়াশোনা করছে। তাদের নিয়ে গর্ববোধ করি আমরা।" মমতা জানান, সাধারণ মানুষের বিশ্বাস পেলেই হবে। যারা দেশকে টুকরো টুকরো করছে, জুলুম চালাচ্ছে, একজোট হয়ে তাদের হটিয়ে ছাড়বেন।