Mamata Banerjee: সরকারি ব্যানারে এ কেমন ভাষা? অসন্তুষ্ট মমতা, কড়া বার্তা দিলেন আধিকারিকদের
Mamata in Alipurduar: এই মুহূর্তে আলিপুরদুয়ার সফরে রয়েছেন মমতা।

আলিপুরদুয়ার: সরকারি ব্যানারের ভাষা নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ব্যানার এবং পোস্টারের ভাষা সংযত হতে হবে বলে জানালেন তিনি। সরকারি আধিকারিকদেরও সতর্ক করলেন তিনি। জানালেন, তাঁদের ভুলের মাশুল সরকার দেবে না। সেক্ষেত্রে সরকারও কড়া পদক্ষেপ করবে। (Mamata Banerjee)
এই মুহূর্তে আলিপুরদুয়ার সফরে রয়েছেন মমতা। বুধবার সেখানকার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক করেন তিনি। মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহরাও বৈঠকে উপস্থিত ছিলেন। আর সেখানেই সরকারি আধিকারিক, বিশেষ করে বন দফতরের আধিকারিকদের ভূমিকা নিয়ে সরব হন। ভুল করে কেউ জঙ্গলে ঢুকে পড়লে, তাঁদের বিরুদ্ধে আধিকারিকরা যে ব্যবস্থা নেন, তা অনেক ক্ষেত্রেই কাম্য নয় বলে জানান মমতা। (Mamata in Alipurduar)
বৈঠক চলাকালীন এদিন নিজের মোবাইলে তোলে একটি ছবি তুলে ধরেন মমতা। তিনি বলেন, “আমি যে গেস্ট হাউসে আছি, সেখান থেকে একটি ছবি তুলে আনলাম। মুখ্যসচিবেকও দেখাব। দেওয়ালে লেখা রয়েছে, ‘অনধিকার প্রবেশকারী বা পাচারকারীদের গুলি করে মারা হবে’। এটা কোনও ভাষা হল? আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা বলা উচিত। অনেক সময় সাধারণ মানুষ, যাঁরা জানেন না, তাঁরাও জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েন। তাঁদের উপর অত্যাচার হয়। আমার কানে কিন্তু আসে।”
মমতা আরও বলেন, “নিশ্চয়ই যাওয়া উচিত নয়। হাতির দল আছে। তারা তাণ্ডব চালাতে পারে। হাতির সংখ্যা বাড়ছে বলে কেন্দ্রকেও জানিয়েছি, আমরাও দেখছি কী করা যায়। কিন্তু ভুল করে যদি কেউ ঢুকে পড়েন, তাতে আপনারা কখনও কখনও স্ট্রং অ্যাকশন নেন, যা মানুষের পছন্দ নয়। মনে রাখবেন, বন, অরণ্য, সবুজের উপর মানুষেরও অধিকার রয়েছে। সমাজে সবাইকে নিয়ে চলতে হয়। যেভাবে বাঘ ধরেছেন আপনারা, আমি তার প্রশংসাও করেছি। কিন্তু আলিপুরদুয়ার থেকে কিছু অভিযোগ পেয়েছি আমি।”
এর পর মুখ্যসচিবকে বলতে বলেন মমতা। তাতে মুখ্যসচিব জানান, জঙ্গল সংলগ্ন এলাকায় পিকনিক হয়, যার উপর জীবন-জীবিকাও নির্ভর করে। কিন্তু সেই পিকনিক না করতে দেওয়ার অভিযোগ এসেছে। সরকারের সঙ্গে কথা না বলে কে এমন সিদ্ধান্ত নিলেন, প্রশ্ন তোলেন মমতাও। জয়গাঁওয়ে স্থানীয়দের পুজো-উৎসব কে বন্ধ করতে বলল, প্রশ্ন তোলেন তিনি। আধিকারিকদের উদ্দেশে মমতা বলেন, “আপনাদের লোক চেনে না। আমাদের চেনে। আপনারা যদি ভুল করেন, ইচ্ছাকৃত ভুল করেন যদি, আমাদের উপর দায় আসে। তাহলে আমরাও ছেড়ে কথা বলব না।”
যদিও জঙ্গলে ওই ব্যানার লাগানো নিয়ে এর পরই সাফাই দেন স্থানীয় আধিকারিক। তিনি জানান, ওই এলাকায় বায়ুসেনার জমি রয়েছে। রাজ্য প্রশাসন নয়, বায়ুসেনার তরফেই ওই ব্যানার টাঙানো হয়, যাতে অনধিকার প্রবেশে গুলি চালানোর কথা লেখা হয়। স্থানীয় এসপি বা জেলাশাসকের সঙ্গে কথা না বলে বায়ুসেনা ওই ব্যানার লিখে আটকাল কী করে প্রশ্ন তোলেন মমতা। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন।






















