Mamata Banerjee: ‘বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে’, সমাবেশ থেকে বার্তা মমতার
Mamata Banerjee on TMC Meeting: মমতা এদিন বলেন, ‘কেষ্টকে জেলবন্দি রেখে ভাবছেন দুটো লোকসভা আসন দখল করবেন। যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরও ৩ গুণ বাড়বে।"
কলকাতা: নেতাজি ইন্ডোরে (Netaji Indore) আজ তৃণমূলের (TMC) বিশেষ সাংগঠনিক অধিবেশন। পঞ্চায়েত (Panchayat) থেকে রাজ্যস্তর পর্যন্ত নেতা ও পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ফলে তৃণমূলের এই অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। দলকে ঐক্যবদ্ধ করা, নেতা-কর্মীদের জনমুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, গরুপাচার মামলায় (Cow Smuggling Case) সিবিআই (CBI) হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে থাকারও বার্তা দিলেন তৃণমূল নেত্রী (TMC Supremo)।
মমতা এদিন বলেন, ‘কেষ্টকে জেলবন্দি রেখে ভাবছেন দুটো লোকসভা আসন দখল করবেন। যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরও ৩ গুণ বাড়বে। বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে’ ।
এদিকে, আজ গরুপাচার মামলায় অনুব্রতর সম্পত্তি ও টাকার হদিশ পেতে বোলপুরের রাষ্ট্রায়ত্ত ও একাধিক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিককে তলব করেছে সিবিআই। সূত্রের খবর, তাঁদের নথি নিয়ে আসতে বলা হয়। অনুব্রত ও তাঁর আত্মীয়দের কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা জানতেই ব্যাঙ্কের আধিকারিকদের তলব করা হয়েছে। খবর সূত্রের। এদিন শান্তিনিকেতনে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে এসে তথ্য জমা দেন ৬ ব্যাঙ্ক আধিকারিক।
আরও পড়ুন, 'সিআইডি বাংলার পিসি-ভাইপোর দারোয়ান', সারদাকাণ্ডে দেবযানীর মায়ের চিঠি নিয়ে সরব শুভেন্দু
তবে এই প্রথম নয়। এর আগেও বীরভূম জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়েছিলেন মমতা। " অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ?" সরব হয়েছিলেন দলনেত্রী। তিনি বললেন, "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই। মরে যাব, কিন্তু মাথানত করব না। আমি জানি ওদের প্ল্যান কী আছে। বলছে ববিকে গ্রেফতার কর, কেষ্টকে অ্যারেস্ট কর। কতজনকে গ্রেফতার করবে? আমি জেলভরো আন্দোলনের ডাক দেব।"