Mamata Banerjee: 'হম ঝুকেঙ্গে নহি!'...২৪’ নিয়ে বিজেপি-কে চ্যালেঞ্জ মমতার
Lok Sabha Elections 2024: বিজেপি আর ফিরবে না কেন্দ্রে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা: যোগ্যতা প্রমাণে হাতে সময় থাকা সত্ত্বেও আগেভাগে জাতীয় দলের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন সরাসরি (TMC)। এ বার আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) নিয়ে সরাসরি বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। তাঁর দাবি, নির্বাচন কমিশন থেকে ইডি, সিবিআই, যাকে খুশি ধরুক, ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২০০ পার করতেই হিমশিম খেতে হবে বিজেপি-কে (BJP)।
কড়া ভাষায় বিজেপি-কে আক্রমণ মমতার
বুধবার সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই কড়া ভাষায় বিজেপি-কে আক্রমণ করেন তিনি। বলেন, "হাতে ক্ষমতা রয়েছে বলে যা ইচ্ছা করে যাচ্ছে। ক্ষমতা কিন্তু সাময়িক। চেয়ারে লোক আসবে যাবে। গণতন্ত্র রয়ে যাবে চিরকাল। সংবিধানকে সংশোধন করা যেতে গেলেও, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া যাবে না। ২০২৪-এর নির্বাচনে ওরা জিতবে না। আসবে না।"
২০২১-এ বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "বাংলায় স্লোগান দিয়েছিল, 'অব কি বার, ২০০ পার'। দিল্লিতে এ বার দেখুন, ২০০-ও পার হবে না। কোন জাদুকর এসে করবে! ভোট লুঠ করার অনেক রকম পরিকল্পনা আছে। ইলেক্ট্রনিক বোটিং মেশিন নিয়েও সন্দেহ রয়েছে। নির্বাচন কমিশব, ইডি, সিবিআই দিয়ে সব অফিসার চেঞ্চ করাবে। তার পরেও ২০০ পেরনো অনেক বড় ব্য়াপার হবে।"
আরও পড়ুন: Mamata Banerjee: 'প্রমাণ করতে পারলে ইস্তফা দেব', শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার
২০২৪-এর লোকসভা নির্বাচন এগিয়ে এলেও, বিজেপি বিরোধী জোটের সমীকরণ এখনও পরিষ্কার নয়। এ যাবৎ জাতীয় ক্ষেত্রে বিরোধী জোটে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা হচ্ছিল তৃণমূলকে। কিন্তু জাতীয় দলের মর্যাদা হারানোয়, তাদের ভূমিকা নিয়েও শুরু হয়েছে ধন্দ। কিন্তু জোট ঠিক পথেই এগোচ্ছে বলে দাবি মমতার। তিনি বলেন, "বিরোধীরা সবাই একত্রে আছে।সময় এলেই আমরা একসঙ্গে কথা বলব। ভাববেন না বিরোধীরা একত্রে আলোচনা করছে না। সবাই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছে। সময় হলেই টর্নেডোর মতো আত্মপ্রকাশ করবে।"
এ দিন মমতার কথায় উঠে আসে পুলওয়ামা প্রসঙ্গ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক সম্প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর দাবি, পুলওয়ামায় কনভয় নিয়ে যাওয়ার জন্য সেনার CRPF-এর তরফে পাঁচ বিমান চাওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাতে অনুমোদন দেয়নি। শুধু তাই নয় সড়কপথে যাওয়ার সময় নিরাপত্তার ব্যবস্থাও ছিল না। নিরাপত্তা সংক্রান্ত গাফিলতিতেই ৪০ জনের বেশি জওয়ান প্রাণ হারান।
২০২৪ নিয়ে সরাসরি চ্য়ালেঞ্জ
সত্যপালের সেই দাবি ধরে এ দিন মমতা বলেন, "আমরা আগেই বলেছিলাম যে গোয়েন্দারা আগে থেকেই খবর দিয়েছিলেন। পাঁচ বিমান পাঠাতে বলা হয়েছিল। কিন্তু চুপ করিয়ে দেওয়া হয়েছিল। সত্যতা সামনে আনার দাবি জানাচ্ছি। মানুষের জানার অধিকার রয়েছে। শহিদদের বাঁচার অধিকার ছিল। ওঁদের লাশ বানিয়ে দেওয়া হল। এরা দেশ জ্বালায়। দাঙ্গা করে, আগুন লাগায়। হম ঝুকেঙ্গে নহি। ক্যায়া করে গা? আমাদের পরিবারের লোকজনকেও গ্রেফতার করুন, গোটা তৃণমূল পরিবারকে জেলে ভরে দেখান...কিন্তু বিজেপি হিমালয় পর্বত নয়, কাশী-মথুরা-বন্দাবনও নয়।"