Mamata Banerjee : আমি ক্ষমতায় এসে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিই : মমতা বন্দ্যোপাধ্যায়
'এখন কেউ ৯০, কেউ ৯৯ পাচ্ছে। সিবিএসই, আইসিএসই-র সঙ্গে কীভাবে প্রতিযোগিতা করবে বাংলার পড়ুয়ারা' বললেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : শিশুদিবসে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্মার্ট ফোন বা ট্যাব প্রদান করলেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত মুখ্যমন্ত্রী একাধিক সরকারি প্রকল্প ঘোষণার পাশাপাশি বললেন পড়ুয়াদের আগামী নিয়ে তিনি ক্ষমতায় এসে কী কী পদক্ষেপ করেছেন।
'আমি ক্ষমতায় এসে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিই’
মুখ্যমন্ত্রী বলেন, বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে একাধিক ইতিবাচক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, ‘আগে স্কুল-কলেজে কম নম্বর দিত, এখন কেউ ৯০, কেউ ৯৯ পাচ্ছে। সিবিএসই, আইসিএসই-র সঙ্গে কীভাবে প্রতিযোগিতা করবে বাংলার পড়ুয়ারা? আমি ক্ষমতায় এসে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিই’ নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে বললেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Cow Smuggling Case : গরুপাচার মামলায় এবার অনুব্রতকে গ্রেফতার ইডি-র
নতুন ৩০টি বিশ্ববিদ্যালয়
মুখ্যমন্ত্রী এদিন বলেন, তৃণমূল সরকারের আমলে এই রাজ্যে নতুন ৩০টি বিশ্ববিদ্যালয় হয়েছে। এছাড়া আরও ৬টি মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছে রাজ্যে। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্মার্ট ফোন বা ট্যাব প্রদান করা হচ্ছে, বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি তিনি বলেন, ফের তুললেন সরকারের বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব! সরকারি নিয়োগে দুর্নীতি , গরু পাচার, কয়লা পাচার মামলা হেভিওয়েটদের গ্রেফতারির অস্বস্তি তো ছিলই, এবার রাষ্ট্রপতিকে নিয়ে তাঁরই মন্ত্রিসভার সদস্য অখিল গিরির মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি। এই সমস্ত ইস্যুতে যখন রাজ্য সরকারের ওপর ক্রমশ চাপ বাড়ছে, তখন মুখ্যমন্ত্রীর ফের মুখে শোনা গেল সেই কথা, কাজ করলে তো ভুল হবেই! তিনি বলেন, ' যদি কোনও ভুল ভ্রান্তি কেউ করে, তার জন্য তা শুধরে নেওয়া হবে। তার জন্য তার আইন আইনের পথে চলবে। কিন্তু কিছু লোক যারা বাংলাকে ভালবাসে না, আম স্যরি, ছাত্র-ছাত্রীদের মধ্যে একথা বলতে হচ্ছে বলে, কারণ আপনারাই ভবিষ্যৎ। সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার '
View this post on Instagram