Cow Smuggling Case : গরুপাচার মামলায় এবার অনুব্রতকে গ্রেফতার ইডি-র
Anubrata Mondal : সাড়ে ৫ ঘণ্টা ধরে জেরার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা...
![Cow Smuggling Case : গরুপাচার মামলায় এবার অনুব্রতকে গ্রেফতার ইডি-র Enforcement Directorate now arrest Anubrata Mondal on Cow Smuggling Case Cow Smuggling Case : গরুপাচার মামলায় এবার অনুব্রতকে গ্রেফতার ইডি-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/2e2ecf45a705b1185a60737ed5b4a6711668694522200170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আসানসোল : গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) এবার গ্রেফতার করল ইডি (Enforcement Directorate) । সাড়ে ৫ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। আসানসোল জেলে গিয়ে তাঁকে জেরা করেন ইডি-র আধিকারিকরা। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার উৎস কী ? জানতে চেয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করে ইডি। কিন্তু, তিনি সদুত্তর দিচ্ছিলেন না, তথ্য গোপন করছিলেন বলে ইডি সূত্রে খবর। এই পরিস্থিতিতে তাঁকে হেফাজতে চেয়ে দিল্লি নিয়ে যেতে আবেদন জানাতে পারে ইডি, এমনই খবর সূত্রের। গরুপাচার মামলায় এখন জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল।
একের পর এক চাঞ্চল্যকর তথ্য-
গরুপাচারকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সিবিআই সূত্রে দাবি, ২০১৭-র মাঝামাঝি থেকে ২০২১-এর গোড়া পর্যন্ত ৪ বছরে কোটি কোটি নগদ টাকা জমা পড়েছে বীরভূমের ২টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে।
অনুব্রত মণ্ডল , তাঁর স্ত্রী ছবি মণ্ডল, মেয়ে সুকন্যা, মেয়ের দুটি সংস্থা, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের ৮টি অ্যাকাউন্টে এই চারবছরে মোট নগদ ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছিল ! এই খবর এখনও পর্যন্ত জানতে পেরেছে সিবিআই। খবর সূত্রের। কোটি কোটি টাকা নগদ কেন নেওয়া হয়েছিল, কারা জমা দিয়েছিল, নগদ জমা নেওয়ার ক্ষেত্রে যে নিয়ম থাকে, তা মেনে চলা হয়েছিল কি না, জানতে ৩টি ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছে সিবিআই। খবর সূত্রের।
গত ১১ নভেম্বর অনুব্রত মণ্ডলের ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাঁকে গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরেন। মন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করেন। সিবিআইয়ের আইনজীবী সেই প্রসঙ্গ তুলে দাবি করেন, অনুব্রত প্রভাবশালী বলেই তাঁকে বাঘের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ, অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) জামিনের পথে কাঁটা হয়ে দাঁড়ায় তাঁরই দলের নেতার মন্তব্য। ফিরহাদ হাকিমের বাঘ তকমাকে আদালতে তাঁর বিরুদ্ধেই হাতিয়ার করে সিবিআই।
আরও পড়ুন ; ফিরহাদ-মদন-সুব্রতদের ছাড়াতে মুখ্যমন্ত্রীর সটান নিজাম প্যালেসে পৌঁছানো, অনুব্রত মামলা CBI-অস্ত্র সেই প্রসঙ্গ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)