(Source: Poll of Polls)
Price Hike: হাত দিলেই লাগছে ছ্যাঁকা, শহর থেকে জেলায় ঊর্ধ্বমুখী সবজির দাম
North 24 Parganas News: সোমবার বারাসাত বাজারে গিয়ে দেখা গেল ১২০ টাকা কিলো লঙ্কা। ১০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে উচ্ছে। ১০০ গ্রাম আদা বিকোচ্ছে ৩০ টাকায়।
সঞ্চয়ন মিত্র ও সমীরণ পাল, কলকাতা: শহর থেকে জেলা, ঊর্ধমুখী সবজির দাম। সবজিতে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। গত এক সপ্তাহ আচমকা অনেকটাই বেড়েছে সবজির দাম। শহরের উত্তর থেকে দক্ষিণ আগুন বাজার। একই অবস্থা জেলার বাজারেও। সোমবার বারাসাত বাজারে গিয়ে দেখা গেল ১২০ টাকা কিলো লঙ্কা। ১০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে উচ্ছে। ১০০ গ্রাম আদা বিকোচ্ছে ৩০ টাকায়।
ঊর্ধমুখী সবজির দাম: হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়ায় পকেটে টান পড়ছে। ফলে মাথায় হাত সাধারণ মানুষের। পকেটে টান পড়ায় সাধারণ মানুষকে সবজি বাজারে কাটছাঁট করতে হচ্ছে। এই পরিস্থিতিতে টানা বৃষ্টির অপেক্ষায় ক্রেতা-বিক্রেতা সকলে। কেন ঊর্ধ্বমুখী দাম? বিক্রেতারা জানাচ্ছেন, ফলন কম, তাই এই পরিস্থিতি।
গড়িয়াহাট বাজারে
ঝিঙে ৬০ টাকা কেজি
পটলের দাম ৩৫ থেকে ৪০ টাকা কেজি
শসা ৭০ টাকা
ঢ্যাঁড়শ ৮০ টাকা কেজি
মানিকতলা বাজারে
বেগুন ১০০ থেকে ১২০ টাকা
৮০ থেকে ১০০ টাকা কেজি উচ্ছে
লঙ্কার দাম ২০০ টাকা কেজি
বারাসাত বাজারে
- লঙ্কা ১০০ গ্রাম ১২ টাকা
- শসা কিলো ৮০ টাকা
- পটল কিলো ৪০ টাকা
- কুমড়ো কিলো ২০ চাকা
- কাঁচা আম ৪০ টাকা কিলো
- উচ্ছে ১০০ গ্রাম ১০ টাকা
- বেগুন কিলো ৬০ টাকা
- টম্যাটো কিলো ১০০ থেকে ১৫০ টাকা
- ২০ থেকে ২৫ টাকা কিলো পেঁয়াজ
- আলু কিলো ২০ থেকে ২৫
- কাঁচা লঙ্কা ১০০ গ্রাম ১৫ টাকা
- আদা ১০০ গ্রাম ৩০ টাকা
- রসুন ১০০ গ্রাম ২০ টাকা
দেগঙ্গা বাজারে
- আলু- ১৭ টাকা কিলো
- পেঁয়াজ- ২০ টাকা কিলো
- আদা- ২৬০ টাকা কিলো
- রসুন- ১০০ টাকা কিলো
- বেগুন- ৭০ টাকা কিলো
- পেঁপে- ২০ টাকা কিলো
- পটল- ৩০ টাকা কিলো
- ঝিঙে- ৪০ টাকা কিলো
- সজনে ডাটা- ১০০ টাকা কিলো
- লঙ্কা-১২০ টাকা কিলো
তীব্র গরমে অনেক সবজি মাঠে শুকিয়ে যাওয়ায় হঠাৎ সবজির দাম বেড়েছে বলে জানিয়েছিলেন বাজার সংগঠনের কর্তা ও সবজি বিক্রেতারা। হাওড়া ভেজিটেবল মার্কেট অ্য়াসোসিয়েশনের সম্পাদক বিনয় সোনকার বলেছিলেন, “সঠিক সময়ে বৃষ্টি হয়নি। ফলে কাঁচা আনাচ নষ্ট হয়ে গেছে। গাছ শুকিয়ে গেছে। বৃষ্টি হলে ফলন ভাল হত। অনেক কম আছে, তাই জিনিসের দাম অনেক বেড়ে গেছে। এক সপ্তাহের মধ্যে দাম অনেকটাই বেড়েছে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা