Medinipur News: বিরোধ ভুলে হাসিমুখে পাশাপাশি জুন-দিলীপ, 'মন বড় করুন', বার্তা বিজেপি সাংসদের
Medinipur News: হাসিমুখে দু’জনে যখন ফিতে কাটছেন,সেইসময় স্লোগান উড়ে আসতে থাকে চারিপাশ থেকে। বিজেপি সমর্থকরা একদিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন। তার পাল্টা ‘জয় বাংলা’ ধ্বনি উড়ে আসতে থাকে তৃণমূলের তরফে।
![Medinipur News: বিরোধ ভুলে হাসিমুখে পাশাপাশি জুন-দিলীপ, 'মন বড় করুন', বার্তা বিজেপি সাংসদের Medinipur TMC MLA June Malia and BJP MP Dilip Ghosh seen together inaugurating foot over bridge in Medinipur Medinipur News: বিরোধ ভুলে হাসিমুখে পাশাপাশি জুন-দিলীপ, 'মন বড় করুন', বার্তা বিজেপি সাংসদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/1b1ebb690f1e52b317870d04c2bc0a6f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেদিনীপুর: রাজনীতির মঞ্চে পরস্পরের বিরোধী তাঁরা। কিন্তু উন্নয়নের স্বার্থে একছাদের নীচে দেখা গেল দু’জনকে। তাঁরা হলেন মেদিনীপুরের বিজেপি (BJP) সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং সেখানকার তৃণমূল (TMC) বিধায়ক জুন মালিয়া (June Malia)। বিরোধী শিবিরের অংশ হলেও, উন্নয়নের কাজে সেই সব দেখা উচিত নয় বলে মত জুনের।
রবিবার মেদিনীপুর (Medinipur News) স্টেশনের ফুট ওভারব্রিজের উদ্বোধন ছিল। সেই উপলক্ষে দুই জনপ্রতিনিধিই উপস্থিত ছিলেন সেখানে। পাশাপাশি দাঁড়িয়ে ফিতে কেটে ফুট ওভারব্রিজটির উদ্বোধন করেন তাঁরা। একছাদের নীচে দু’জনকে দেখে উৎসাহ সামলাতে পারেননি তাঁদের সমর্থকরাও। তাই তাঁদের দেখচে উপচে পড়ে ভিড়।
তাতে অন্য মাত্রা যোগ করে স্লোগানও। হাসিমুখে দু’জনে যখন ফিতে কাটছেন,সেইসময় স্লোগান উড়ে আসতে থাকে চারিপাশ থেকে। বিজেপি সমর্থকরা একদিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন। তার পাল্টা ‘জয় বাংলা’ ধ্বনি উড়ে আসতে থাকে তৃণমূল সমর্থকদের তরফে। তবে দিলীপ-জুন,দু’জনের কাউকেই তাতে গুরুত্ব দিতে দেখা যায়নি।
আরও পড়ুন: Haringhata Protest: হরিণঘাটায় সাংসদের উপর হাংলার প্রতিবাদে ফের জাতিয় সড়ক অবরোধ বিজেপির
তৃণমূল বিধায়কের সঙ্গে একছাদের নীচে উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে দিলীপ বলেন, “এটি কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান। মেদিনীপুরের সাংসদ হিসেবে আমাকে ডাকা হয়েছে। তৃণমূল বিধায়ক হিসেবে ডাকা হয়েছে ওঁকে। মানুষ যাঁদের ভোট দিয়েছেন, সরকারি অনুষ্ঠানে তাঁদের টাকাই দস্তুর। কেন্দ্রীয় সরকার অন্তত তেমনই করে। তাদের দেখে শেখা উচিত রাজ্যের। মন বড় করা উচিত।”
অন্য দিকে, দিলীপের পাশে দাঁড়িয়ে ফিতে কাটা নিয়ে প্রশ্ন করলে জুন বলেন, “আমি এ সববে বিশে। গুরুত্ব দিই না। প্রত্যেকের নিজের নিজের রাজনৈতিক মত, রং নিয়ে চলেন। আমি বিধায়ক, উনি সাংসদ, তাই এক মঞ্চে ছিলাম। উন্নয়নের কাজে অন্য কিছু দেখা উচিত নয়।” তবে ফুট ওভার ব্রিজের উদ্বোধন এবং দুই জনপ্রতিনিধির উপস্থিতিতে এলাকাবাসী খুশি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)