(Source: ECI/ABP News/ABP Majha)
Modi Files Nomination : পরনে নীল সাদা, সঙ্গে পণ্ডিত, তৃতীয়বার বারাণসী থেকে মনোনয়ন জমা দিলেন মোদি
Modi Files Nomination: বিশ্বনাথধামে মহা সমারোহে পেশ করলেন মনোনয়ন। সঙ্গে রইলেন রাজনৈতিক তাবড় ব্যক্তিত্ব থেকে, প্রবীণ আরএসএস কর্মকর্তা ও বিশিষ্ট পণ্ডিতরা।
বারাণসী : মঙ্গলবার বারাণসী থেকে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই বারাণসী আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই নিয়ে তৃতীয়বার বারাণসী থেকে নমিনেশন ফাইল করলেন তিনি। ২০১৪ , ২০১৯ , বারাণসী খালি হাতে ফেরায়নি মোদিকে। এবারও বিশ্বনাথধামে মহা সমারোহে পেশ করলেন মনোনয়ন। সঙ্গে রইলেন রাজনৈতিক তাবড় ব্যক্তিত্ব থেকে, প্রবীণ আরএসএস কর্মকর্তা ও বিশিষ্ট পণ্ডিতরা।
মনোনয়ন পেশের আগে এদিন দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো করেন প্রধানমন্ত্রী। তারপর সকাল ১১.৪০ নাগাদ মনোনয়ন জমা দেন নরেন্দ্র মোদি। মনোনয়ন জমা দেওয়া উপলক্ষে আজও হল রোড শো। প্রতিবারের মতো এবারও কাশীর কোতওয়াল কালভৈরব দর্শন করলেন প্রধানমন্ত্রী। করলেন আরতিও।
নরেন্দ্র মোদির মনোনয়ন মিছিলে উপস্থিত রইলেন ৬ এনডিএ শাসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রী, ১৮ জন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে যানজটের আশঙ্কায় বিবৃতি দিয়ে বিমান যাত্রীদের সময়ে বারাণসী বিমানবন্দরে পৌঁছতে হাতে সময় নিয়ে বেরনোর আর্জি জানিয়েছিল বিমান সংস্থাগুলি। মনোনয়ন পেশের আগে সোমবার বারাণসীতে বিরাট মাপের রোড শো করেন নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথও। হাজার হাজার কিলো ফুল দিয়ে এদিন সেজে উঠেছিল বিশ্বনাথ ধাম।
সোমবার সন্ধ্যায় ছয় কিলোমিটার রোড শোর করেন মোদি। তাতে অংশ নিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি এবং তার জোটের শরিক দলের নেতারা। ছিলেন নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সেই সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। জোটের শরিকদের মধ্যে ছিলেন জয়ন্ত চৌধুরী , চিরাগ পাসোয়ান , অনুপ্রিয়া প্যাটেল প্রমুখ।
মঙ্গলবার সকালে, মোদি শহরের বারাণসীর দশাশ্বমেধ ঘাটে পুজো করেন। দশাশ্বমেধের ধর্মীয় মাহাত্ম্যই আলাদা। , এরপর তিনি কাল ভৈরব মন্দির পরিদর্শন করেন। সকালেই মোদি লেখেন, আমার কাশীর সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের কথা। এই সম্পর্ককে তিনি অবিচ্ছেদ্য এবং অতুলনীয় বলে বর্ণনা করেন।
বারাণসী নির্বাচন হবে সপ্তম এবং চূড়ান্ত দফায় অর্থাৎ ১ জুন। ২০১৯ সালের ভোটে মোদি প্রায় ৪.৮ লক্ষ ভোটে জিতেছিলেন। এবার কাশীধাম কার পক্ষে রায় দেয়, সেটা জানা যাবে ৪ জুন।
बाबा विश्वनाथ की नगरी की देवतुल्य जनता-जनार्दन का नमन और वंदन!
— Narendra Modi (@narendramodi) May 13, 2024
आज मेरा रोम-रोम काशी के कण-कण का अभिनंदन कर रहा है। रोड शो में आप सबसे जो अपनत्व और आशीर्वाद मिला है, वो अकल्पनीय और अतुलनीय है। मैं अभिभूत और भावविभोर हूं! आपके स्नेह की छांव में 10 वर्ष कैसे बीत गए, पता ही नहीं… pic.twitter.com/FrzzjtlDNG