Durga Puja 2023: কেদারনাথ মন্দিরের আদলে সেজে উঠছে মহম্মদ আলি পার্ক
Durga Puja: ৫৫বছরে পদার্পণ করল এই পুজো।
কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2023) আসতে বাকি মাত্র কয়েকদিন। বাঙালির সবচেয়ে বড় উৎসব ঘিরে প্রস্তুতি চারিদিকে প্রস্তুতি তুঙ্গে। শহর থেকে শহরতলি, সেজে উঠছে পুজোর সাজে। আজ কথা বলব মহম্মদ আলি পার্কের (Mohammed Ali Park) যুব সমিতির পুজো নিয়ে। উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দিরকে (Kedarnath Temple) দুর্গা পুজোর থিম হিসেবে প্রতিস্থাপন কলকাতার অন্য়তম জনপ্রিয় এই পুজো। উল্লেখ্য়, ৫৫ বছর ধরে চলা এই পুজো নিয়ে প্রতিবছরই মানুষের মনে প্রত্য়াশা থাকে।
একথা বলাইবাহুল্য়, গোটা পৃথিবী থেকে মানুষ আসেন কেদারনাথের দর্শন পেতে। তবে দুর্গম পথ ও আবহাওয়ার কারণে য়েকজন সৌভাগ্যবান মানুষ বাবার দরজায় পৌঁছতে সক্ষম হয়। তাই এবার মহম্মদ আলি পার্কের উদ্য়োগে কলকাতার মানুষ দর্শন করতে পারবেন একটুকরো কেদারনাথ।
উল্লেখ্য, কেদারনাথ মন্দির হল উত্তর ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৪ মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের চর ধাম ও পঞ্চ কেদারের একটি অংশ এবং ভারতে ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের একটি।
আরও পড়ুন...
শিব ভাবনায় সেজে উঠছে পুজোমন্ডপ! আহিরীটোলায় এবার সোমনাথ মন্দির
মহম্মদ আলি পার্ক দুর্গা পুজো যুব সমিতির সাধারণ সম্পাদক সুরেন্দ্র কুমার শর্মা বলেন যে, 'আমরা কেদারনাথ মন্দিরের প্রতিরূপ নির্মাণের ধারণা নিয়ে এসেছি কারণ আমাদের মধ্যে অনেকেই কেদারনাথে যাননি এবং এই প্যান্ডেলের মাধ্যমে তাঁরা ওই মন্দিরের আভাস পেতে পারেন। পবিত্র মন্দির হিসেবেই এই মণ্ডপকে তাঁরা অনুভব করতে পারেন যে শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের একটির দর্শন হচ্ছে। প্যান্ডেলের বাইরের চেহারা অবিকল কেদারনাথ মন্দিরের মত হচ্ছে। এ বছর মায়ের প্রতিমা রূপে দেখানো হবে 'শিব শক্তি'। দেবী মায়ের এই মূর্তি তৈরি করছেন মেদিনীপুরের বিখ্যাত কারিগর কুশ বেরা। থিম অনুযায়ী আলোকসজ্জা চন্দননগরের।'
প্রসঙ্গত, মহম্মদ আলি পার্ক কলকাতার সবচেয়ে জনপ্রিয় দুর্গাপুজোগুলির মধ্যে অন্য়তম। প্রতি বছর এটি মণ্ডপের ক্ষেত্রে নিজস্ব ছাপ বজায় রাখে। মহম্মদ আলি পার্ক দুর্গাপুজো সমিতি বিভিন্ন বিভাগে বেশ কয়েকটি পুরস্কার জিতে এসেছে প্রতিবার। উত্তর ও মধ্য কলকাতার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাবগুলির অন্যতম মর্যাদাপূর্ণ দুর্গাপুজো হিসেবেও বিবেচিত হয়। ১৯৬৯ সালে প্রথমবার প্রতিষ্ঠিত যুব সমিতি দ্বারা আয়োজিত হয়েছিল এই পুজো।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন