Mohua Moitra: কালী বিতর্কে মহুয়া মৈত্রের পাশে স্বরা ভাস্কর, শশী থারুর
Mohua Moitra Update: যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনওভাবে ওই মন্তব্য সমর্থন করে না।
কলকাতা: মা কালী বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mohua Moitra) মন্তব্য ঘিরে বিতর্ক। আর এই বিতর্কের আবহেই মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhashker)। কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)।
মহুয়ার পাশে স্বরা ভাস্কর, শশী থারুর: ট্যুইটে স্বরা ভাস্কর লেখেন, “মহুয়া মৈত্র অসাধারণ ! মহুয়ার স্বর আরও শক্তি পাক।’’
. @MahuaMoitra is awesome! More power to her voice! 💛
— Swara Bhasker (@ReallySwara) July 6, 2022
একইভাবে পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ট্যুইটারে শশী থারুর লেখেন, “তৈরি করা বিতর্ক সম্পর্কে আমি অপরিচিত নই। তা সত্ত্বেও মহুয়াকে যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে আমি বিস্মিত। মহুয়া যা বলেছেন, তা প্রত্যেক হিন্দু জানেন। দেশজুড়ে নানা রীতিতে পুজো করা হয়। এখন ধর্ম নিয়ে প্রকাশ্যে কিছু বললেই কেউ না কেউ আঘাত পায়। আমরা এমনই এক পর্যায়ে এসে পৌঁছেছি। নিশ্চিত ভাবেই মহুয়া কাউকে আঘাত করার চেষ্টা করেননি। প্রত্যেককে নিজের ধর্মাচারণে সুযোগ দেওয়া উচিত।’’
1/2 I am no stranger to malicious manufactured controversy, but am still taken aback by the attack on @MahuaMoitra for saying what every Hindu knows, that our forms of worship vary widely across the country. What devotees offer as bhog says more about them than about the goddess.
— Shashi Tharoor (@ShashiTharoor) July 6, 2022
যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনওভাবে ওই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করছে বলেও ট্যুইট বার্তায় জানিয়েছে শাসকদল। যদিও দলের তরফে এই ট্যুইটের পর, মহুয়া মৈত্রও একটি ট্যুইট করেন। তিনি লেখেন, সঙ্ঘীদের বলছি, মিথ্যা বলে খাঁটি হিন্দু হওয়া যায় না। আমি কোনও সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি। ধূমপান শব্দটিরও উল্লেখ করিনি। আপনাদের বলছি, তারাপীঠে গিয়ে দেখে আসুন, মা কালীকে ভোগ হিসেবে কী খাবার ও পানীয় দেওয়া হয়। জয় মা তারা।
আরও পড়ুন: Mahua Moitra: কালী বিতর্কে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের