Murshidabad: মেয়ে হওয়ার 'অপরাধে' শিশুকে আছাড় মা-বাবার, মৃত্যু একরত্তির
Child Death: মৃত শিশুর ঠাকুরদার অভিযোগের ভিত্তিতে মা-বাবাকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মেয়ে হওয়ার 'অপরাধে' তিনমাসের শিশুকে আছাড় মেরে খুন করল মা-বাবা। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে। পরিবার সূত্রে খবর, পরপর তিনটি মেয়ে হওয়ায় লেগেই ছিল অশান্তি। অভিযুক্ত মা বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুকে আছাড় মেরে খুন: কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন রিন্টু শেখ। সম্প্রতি তিনি ডোমকলের ভাতশালার বাড়িতে ফেরেন। রিন্টুর বাবার দাবি, পরপর তিনটি মেয়ে হওয়ায় পারিবারিক অশান্তি লেগেই ছিল। রিন্টুর বড় মেয়ে দুটি থাকত ঠাকুরদার কাছে। অভিযোগ, গতকাল রাগের চোটে তিনমাসের কন্যাসন্তানকে আছাড় মারেন রিন্টু। ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর ঠাকুরদার অভিযোগের ভিত্তিতে মা-বাবাকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ।
মালদায় নাবালিকার মৃত্যু ঘিরে ধুন্ধুমার: মালদার ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে। দেহের ৫০ মিটার দূরে গুদাম ঘরের চালে মেলে ধড়হীন মুণ্ড। ঘটনায় নাবালিকার প্রতিবেশী সোনু কেশরী নামে এক যুবককে গ্রেফতার করেছিল ইংরেজবাজার থানার পুলিশ। খুনের ঘটনা জানাজানি হতেই অভিযুক্তর বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত সোমবার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণির ছাত্রী, এগারো বছরের বালিকা। ওই দিনই ইংরেজবাজার থানায় নিখোঁজ-ডায়েরি করে নাবালিকার পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পরের দিন অভিযুক্ত প্রতিবেশী কাকু সোনু কেশরীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করে ওই যুবক। এরপর ওই ধৃতকে জেরা করে বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে ইংরেজবাজারের আমবাজার এলাকায় ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় বালিকার মুণ্ডহীন দেহ। কিন্তু কী কারণে খুন? তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃত নাবালিকার পরিবার। মৃত ছাত্রীর বাবার আরও দাবি একা সোনু এই খুনের সঙ্গে যুক্ত নয়, আরও কেউ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: DA Agitation: DA ধর্নামঞ্চ খোলা নিয়ে বিতর্ক, রাজ্যের বিরুদ্ধে সরব সংগ্রামী যৌথ মঞ্চ