Murshidabad: প্রকাশ্য় সভা থেকে ব্লক কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা বিধায়কের! নেতৃত্বের সঙ্গে আলোচনা না করায় ক্ষোভ
Jangipur Violence: জঙ্গিপুর সাংগঠনিক জেলার জাকির হোসেন, তৃণমূলের বিধায়ক ও চেয়ারম্য়ান বলছেন, সুতি ওয়ানের কমিটি আজকে ভেঙে দেওয়া হল।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: প্রকাশ্য় সভা থেকে ব্লক কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন জঙ্গিপুরের (Jangipur) বিধায়ক! অভিযোগ, জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই এই ঘোষণা করেছেন প্রাক্তন মন্ত্রী। জঙ্গিপুরের (Jangipur) ঘটনায় চরমে উঠেছে তৃণমূলের কোন্দল। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যদিও এপ্রসঙ্গে কোনও মন্তব্য় করতে চাননি তৃণমূলের জেলা সভাপতি।
জঙ্গিপুর সাংগঠনিক জেলার জাকির হোসেন, তৃণমূলের বিধায়ক ও চেয়ারম্য়ান বলছেন, ' সুতি ওয়ানের কমিটি আজকে ভেঙে দেওয়া হল। মুখ্য়মন্ত্রী বলেছেন, যাঁর লোক নেই, সেখানেই কমিটি ভেঙে দেওয়া হবে '।
মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল! জেলা সভাপতিকে পাশে বসিয়ে সুতি ১ নম্বর ব্লক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন জঙ্গিপুরের বিধায়ক ও তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন। যাঁর সঙ্গে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের বিবাদের খবর জেলায় কান পাতলেই শোনা যায়!
সুতি ১ নম্বর ব্লক কমিটির সভাপতি ইমানি বিশ্বাসের ঘনিষ্ঠ সিরাজুল ইসলাম। অভিযোগ, জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই, সিরাজুলকে সরিয়ে কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন জাকির হোসেন। এখানেই শেষ নয়, ব্লক সভাপতি দল ভাঙার কাজ করছেন বলেও প্রকাশ্য় সভায় অভিযোগ করেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক (TMC)।
জাকির হোসেন আরও বলেন, আমরা স্বচ্ছ মুখ রাখতে চাই। আমরা কোনও দুর্নীতিবাজ লোক রাখতে চাই না। ...আমরা কমিটি ভেঙে দিলাম। আমরা সভাপতির সঙ্গে আলোচনা করব। আপাতত ১০ জন কমিটি করে চালাব। আমরা চাই একে সাপোর্ট না করে গ্রামে গ্রামে ভাঙিয়েছে, এটা আমরা চাই না।যদিও এই বিবাদ নিয়ে কোনও মন্তব্য় করতে চাননি তৃণমূলের জেলা সভাপতি, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।
আরও পড়ুন: Amit Shah Rally: 'TMC আটকালে গঙ্গার জলে চোবাবেন..', শাহর সভার আগে হুঁশিয়ারি BJP বিধায়কের