Murshidabad News: কলকাতার পর এবার মুর্শিদাবাদে 7MM পিস্তল-দেশি মাস্কেট-সহ ২ রাউন্ড গুলি উদ্ধার ! গ্রেফতার সজিবুর শেখ -সহ ২
Murshidbad Fire Arms Rescued: কলকাতায় গুলির পর এবার মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র উদ্ধার, কোথা থেকে, কেন অস্ত্র আনা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা: কলকাতায় গুলির পর এবার মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাঝরাতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সমেত ২ দুষ্কৃতীকে গ্রেফতার। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7MM পিস্তল, একটি দেশি মাস্কেট ও ২ রাউন্ড গুলি। ডোমকলের হারুরপাড়া মাঠ এলাকায় হানা পুলিশের। হাতেনাতে পাকড়াও ২ দুষ্কৃতী টোটন মণ্ডল ও সজিবুর শেখ । ধৃতরা টোটন সাগরপাড়া ও সজিবুর ডোমকলের বাসিন্দা । কোথা থেকে, কেন অস্ত্র আনা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।
সদ্য কলকাতার প্রাণকেন্দ্র, খাস ধর্মতলা থেকে উদ্ধার হয়েছে শ'য়ে শ'য়ে কার্তুজ। বাস থেকে নামতেই এক যুবককে পাকড়াও করেন কলকাতা পুলিশের STF-এর আধিকারিকরা। তাঁর ব্যাগ খুলতেই বেরিয়ে আসে প্লাস্টিকের প্যাকেটে মোড়া রাশি রাশি কার্তুজ। কেতুগ্রামের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কী উদ্দেশ্যে এত কার্তুজ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, চলছে জিজ্ঞাসাবাদ। আর এবার মুর্শিদাবাদ।সম্প্রতি কলকাতা ও মুর্শিদাবাদের ৩ জায়গা থেকে অস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ।
এত অস্ত্র ও গুলি কী উদ্দেশ্যে, কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। যার জেরে ফের প্রশ্ন উঠল, মুড়ি মুড়কির মতো হাতে হাতে এত অস্ত্র আসছে কোথা থেকে? দুষকৃতীরা এভাবে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর সাহস পাচ্ছে কোথা থেকে? এজেসি বোস রোড উড়ালপুল থেকে হেস্টিংস থানার পুলিশ এক দুষকৃতীকে গ্রেফতার করে।ধৃতের নামে সাদ্দাম হুসেন ওরফে নেপালি (৩২)। সে আনন্দপুর থানা এলাকার চৌবাগার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি 7 MM পিস্তল ও ম্যাগাজিন।
মঙ্গলবার রাতেই তপসিয়া এলাকা থেকে অস্ত্র সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে তপসিয়া থানার পুলিশ। ধৃত দুই দুষ্কৃতী হল, মহম্মদ ফায়েম ওরফে ফাহিম (৩০) এবং মহম্মদ ফৈয়াজ (২৫)এই ২ জনও আনন্দপুরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি দেশি ওয়ান শটার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। অন্যদিকে, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র পাচারের চেষ্টার অভিযোগে মুর্শিদাবাদের নওদা রেল গেটের কাছ থেকে এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।ধৃত হাবুল শেখ ফরাক্কার বাসিন্দা।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭টি 7MM পিস্তল ১৩টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি।পুলিশ সূত্রে খবর, মুঙ্গের থেকে জলঙ্গিতে অস্ত্র পাচার করা হচ্ছিল। অস্ত্র নিয়ে বাইকে করে যাচ্ছিল হাবুল। ১২ নম্বর জাতীয় সড়কে অস্ত্র পাচারকারীকে পাকড়াও করা হয়।






















