Murshidabad News :'ভূতের মতো ভিটেমাটি আগলে,...' গ্রামজুড়ে ধ্বংসস্তূপের ছবি!
Waqf Protest Stir : হিন্দু প্রধান এই গ্রামের সিংহভাগ বাসিন্দাই আশ্রয় নিয়েছে মালদার বৈষ্ণবনগরে। সেখানেই পৌঁছেছিল এবিপি আনন্দ।

আবির দত্ত , সুকান্ত মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ : ওয়াকফ আইনের প্রতিবাদ-বিক্ষোভের আগুনে রাতারাতি ঘর হারিয়েছেন কেউ। কেউ আবার সহায়-সম্বল হারিয়েছেন। ধুলিয়ানের লালপুরে শিশু-সন্তান নিয়ে মাঠে ত্রিপল খাটিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। সামশেরগঞ্জে আবার থানার কাছেই হামলা, লুঠের অভিযোগ উঠেছে। এখানকারই বেতবনা গ্রাম। হিন্দু প্রধান এই গ্রামের সিংহভাগ বাসিন্দাই আশ্রয় নিয়েছে মালদার বৈষ্ণবনগরে। সেখানেই পৌঁছেছিল এবিপি আনন্দ। দেখা গেল ধ্বংসস্তূপের ছবি। তার মাঝে বসে এক ব্যক্তি তো বলেই ফেললেন, 'বাকিরা কেউ নেই। ভূতের মতো ভিটেমাটি আগলে বসে আছি।' শুধু এই গ্রামেরই নয়, কেউ কেউ পালিয়ে গেছেন পাশের রাজ্য ঝাড়খণ্ডে। কেউ বা চলে যাচ্ছেন মালদায়।
ওয়াকফ-বিক্ষোভের নামে সেখানে ধ্বংসলীলা
ওয়াকফ-বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে মুর্শিদাবাদের বহু মানুষকে, এক কাপড়ে নিজের ভিটে ছেড়ে, নদী পেরিয়ে এভাবেই আশ্রয় নিতে হয়েছে পাশের জেলা মালদায়। কারণ, কদিন আগেও তাঁরা যেখানে থাকতেন, তাকে আজ আর গ্রাম বলে চেনার উপায় প্রায় নেই! ওয়াকফ-আঁচে তপ্ত মুর্শিদাবাদে ছোট্ট এক গ্রাম। ওয়াকফ-বিক্ষোভের নামে সেখানে ধ্বংসলীলা চালানো হয় বলে অভিযোগ। অধিকাংশ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও সেই ধ্বসংসস্তূপটুকুও অবশিষ্ট নেই! বহু দূরে বসেও, সেকথা বলতে ভয়ে বুক কাঁপছে অনেকের।
'শেষ হয়ে গিয়েছে...সব...'
মুর্শিদাবাদের বেতবনা হিন্দু-প্রধান গ্রাম। বাসিন্দার সংখ্যা ১৩০০ মতো। অভিযোগ, অত্যাচারের জেরে ৭০০ জনের বেশি আজ গ্রামছাড়া । ডুকরে উঠে বলছেন, শেষ হয়ে গিয়েছে...সব...যা সঞ্চয় করেছিলাম...শেষ।
'ভূতের মতো ভিটেমাটি আগলে '
কেউ অত্যাচার সহ্য করে থেকে গেছেন। কেউ প্রাণভয়ে পালিয়েছেন নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে। আবার কেউ আতঙ্কে এ রাজ্য ছেড়েই আশ্রয় নিয়েছেন পাশের রাজ্য ঝাড়খণ্ডে। সামশেরগঞ্জে মুদি দোকান রয়েছে প্রদীপ্ত পালের। সেই দোকানেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। প্রাণভয়ে বাড়ির মহিলা ও বাচ্চাদের ঝাড়খণ্ডে পাঠিয়ে দিয়েছেন প্রদীপ্ত। বলছেন, ' নিরাপত্তা নেই এখানে, ওইজন্য আমরা ঝাড়খণ্ডে পাঠিয়ে দিয়েছি মহিলাদেরকে, বাচ্চাদেরকে। আজকে সকালে তাঁদেরকে পাঠিয়ে দিয়েছি। '
কেউ চলে গেছেন! কেউ এখনও যাচ্ছেন। আর্তনাদ করে বলছেন...'বাকিরা কেউ নেই। ভূতের মতো ভিটেমাটি আগলে বসে আছি।'






















