Murshidabad News: 'বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুন..', ওড়িশা থেকে বঙ্গ সন্তানের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে
Migrant's Body Reached Murshidabad: নিহত যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে। থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা।

মুর্শিদাবাদ: ওড়িশায় কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের যুবকের। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে। থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ওড়িশার পুলিশ।
মৃত পরিযায়ী শ্রমিকের মা নাজেমা বিবি বলেন, গুন্ডারা এসে একেবারে মাথায় মেরে দিল। হাসপাতালে নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। রুজিরুটির সন্ধানে গিয়েছিলেন ওড়িশায় গিয়েছিলেন, মুর্শিদাবাদের সুতির জুয়েল রানা। কিন্তু, কে জানত সেখানেই শেষ হয়ে যাবে জীবনটা! পরিবারের অভিযোগ, ১৯ বছরের জুয়েলকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ পরিযায়ী শ্রমিক আকির শেখ ও পলাশ শেখ।মৃত পরিযায়ী শ্রমিকের কাকা শেখ আনোয়ার বলেন, ৫-৬জন এসে ওদের মারধর করে। জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়।আর দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতের পরিবার সূত্রে খবর,২০ ডিসেম্বর, ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন জুয়েল রানা, আকির শেখ ও পলাশ শেখ। বুধবার রাতে তাঁদের ওপর চড়াও হয় কয়েকজন দুষকৃতী। অভিযোগ, বাংলাভাষায় কথা বলায় মুর্শিদাবাদ ও মালদার ৩ পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় জুয়েলের। প্রত্যক্ষদর্শী বলেন, রাজমিস্ত্রির কাজ শেষ করে এসে ঘরে বসেছিল।সেই সময় কয়েকজন এসে বলল আধার কার্ড দেখাও, ভোটার কার্ড দেখাও।ওরা বলল আধার কার্ড তো এখানে নেই, ঘরে (বাড়ি)যেতে হবে। ওরা বলল তোমরা বাংলাদেশি..তারপরেই মারতে শুরু করল। আমরা সাজা চাই।
ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এক্স হ্যান্ডলে লেখেন, বাংলায় কথা বলায় ফের একজন পরিযায়ী শ্রমিককে নিশানা করা হল বিজেপি শাসিত রাজ্যে।ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের একজনকে পিটিয়ে মেরেছে বিজেপির গুন্ডারা। আহত হয়েছে আরও ২ জন। তৃণমূল বিধায়ক ও নারী-শিশুকল্য়াণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ওড়িশাতে আবার মুর্শিদাবাদ থেকে ৩ জন পরিযায়ী শ্রমিক, তাঁদের ওপর আক্রমণ হয়েছে।
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ওড়িশাতে সম্বলপুরে তাঁদের ওপরে আক্রমণ ওই এক তকমা লাগিয়ে যে 'তোমরা বাংলাদেশি। তোমরা বাংলায় কথা বলছ, তোমরা বাংলাদেশি'।ভারতবর্ষে যে কোনও রাজ্যে বাংলায় কথা বলাটা অপরাধ হয়ে গেছে। এই অসাংবিধানিক কাজ তাঁরা করছেন। আমরা এটাকে ধিক্কার জানাই। পাল্টা জবাব এসেছে বিজেপির তরফে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মাস চারেক আগেই বিজেপি শাসিত ওড়িশাতে কাজ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন মুর্শিদাবাদের বাসিন্দা আরও কয়েকজন পরিযায়ী শ্রমিক।অভিযোগ, বাংলায় কথা বলায় ভুবনেশ্বরে তাঁদের ওপর হামলা হয়। কোনওরকমে প্রাণ হাতে করে ঘরে ফেরেন ওই ৮ জন পরিযায়ী শ্রমিক।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওড়িশায় ফের একই রকম অভিযোগ উঠল।এই মুহূর্তে বাংলার (পশ্চিমবঙ্গ) বাইরে যাওয়ার প্রবণতা থেকে সরে আসতে হবে। মৃতের পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ওড়িশার পুলিশ।





















