(Source: ECI/ABP News/ABP Majha)
BSF Jawans Death: বচসা থেকে সহকর্মীকে গুলি, লড়াইয়ে প্রাণ হারালেন দুই বিএসএফ জওয়ান
BSF Jawans Lost Lives: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাকমারি চরের BSF ক্যাম্পে পরপর গুলি শব্দ শোনা যায়। এরপরই দুই জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ২৪ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তিপাঞ্জাবের অমৃতসরের পর, এবার মুর্শিদাবাদে BSF ক্যাম্পে চলল গুলি। রবিবার অমৃতসরে BSF মেসে সহকর্মীর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জওয়ানের। আর সোমবার মুর্শিদাবাদে দুই বিএসএফ জওয়ানের মধ্যে বচসায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জওয়ানের।
সকাল তখন ৮টা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাকমারি চরের BSF ক্যাম্পে পরপর গুলি শব্দ শোনা যায়। এরপরই দুই জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়। নিহতরা হলেন হেড কনস্টেবল জনসন টপো (৪৫) তাঁর বাড়ি ছত্তীসগঢ়ে। অন্যজন হলেন S G শেখরন (৪৪) তিনি তামিলনাড়ু বাসিন্দা। অভিযোগ, সেই সময়ই দু’জন একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দু’জন। মৃত্যু হয় দুই জওয়ানের।
বিএসএফ সূত্রে খবর, নাইট ডিউটি সেরে দু’জনই ক্যাম্পে ফিরেছিলেন। এরপরই বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। তখনই সার্ভিস রাইফেল দিয়ে একে অন্যের দিকে গুলি ছোড়েন। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ-এর ডিআইজি এস এস গুলেরিয়া, "দু’জনের মধ্যে গুলি চলেছে, তদন্ত চলছে কী ঘটনা ঘটেছে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি, গোটা বিষয়টি তদন্ত হচ্ছে।" ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছেছেন বিএসএফের আধিকারিকেরা। ঠিক কী কারণে এদিনের ওই অশান্তি, কেন গুলি চলল তা জানতে বিএসএফ বিভাগীয় তদন্ত শুরু করেছে।
তদন্তের জন্য এদিন ম্যাজিস্ট্রেট হিসেবে BSF ক্যাম্পে যান জলঙ্গির বিডিও। জলঙ্গির বিডিও শোভন দাস, "১৫ রাউন্ড গুলি চলেছে। দুজনের দেহে একাধিক গুলির চিহ্ন মিলেছে। দুজনের মধ্যে সমস্যা ছিল শুনেছি।" ঘটনার তদন্ত শুরু হয়েছে।