Murshidabad Weather Update: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমবে আরও
Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
বহরমপুর: ঘূর্ণিঝড়ের ঘনঘটা কাটিয়ে উঠেছে বাংলা। বাংলাদেশে আছড়ে পড়লেও, বাংলায় তেমন প্রভাব পড়েনি। তবে ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে ভালই। কবে বুধবার মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই একেবারেই। তবে গরম বেশ খানিকটা কমবে বলেই আগাম পূর্বাভাস মিলেছে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও কিছুটা কমবে। বুধবার মুর্শিদাবাদের সামগ্রিক আবহাওয়া (Murshidabad Weather) জেনে নিন বিশদে।
বুধবাক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে অথবা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে জেলার একাধিক জায়গায়। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
বুধবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে কিছুটা হলেও। জেলায় সকালে আর্দ্রতার হার থাকবে ৬৩ শতাংশের মতো। রাতের দিকে আর্দ্রতার হার ৭৭ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩২ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২২ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আর্দ্রতা- ৭৭ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-বৃষ্টির সম্ভাবনা নেই, দাবদাহ থেকে রেহাই
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ৩৯ মিনিট
সূর্যাস্ত- বিকেল ৫টা বেজে ০২ মিনিট
আরও পড়ুন: Weather Update: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় সিত্রাং, দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গে?
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষিকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখেন কৃষকরা। তবে বেঙ্গালুরুর মতো কিছু জায়গা এখনও বিপাকে। ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা।