Murshidabad Weather Update: সকালে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, রাতেও ভিজতে পারে জেলার একাংশ, সামান্য কমল তাপমাত্রা
Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
বহরমপুর: মহালয়া পর্যন্ত বৃষ্টি চলবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। পুজো চলাকালীন নবমী-দশমীও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই রেশ বজায় রেখেই মঙ্গলবার মুষলধারা বৃষ্টিতে ভিজতে পারে মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গা। বেলা থাকতে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনই বৃষ্টি চলতে পারে রাতের দিকেও। সঙ্গে শোনা যেতে পারে বজ্র-বিদ্যুতের গর্জন। বইতে পারে ঝোড়ো হাওয়াও। একই সঙ্গে বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। মঙ্গলবার এমনই থাকবে মুর্শিদাবাদের সামগ্রিক আবহাওয়া (Murshidabad Weather)।
দিনের বেলা এবং রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বেলা মুষলধারে বৃষ্টি নামতে পারে সেখানে। মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকেও। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের বেলায় মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ রাতের দিকে। সব মিলিয়ে বৃষ্টি হতে পারে ৪.৯ মিলিমিটার। সেই সঙ্গে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। জেলায় সকালে আর্দ্রতার হার থাকবে ৭৯ শতাংশের মতো। রাতের দিকেও আর্দ্রতার হার ৮৫ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আর্দ্রতা- ৮৫ শতাংশ
সামগ্রিক আবহাওয়া- বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ২৭ মিনিট
সূর্যাস্ত- বিকেল ৫টা বেজে ২৮ মিনিট
আরও পড়ুন: Firhad Hakim: ‘জীবিতের নামে তর্পণ হয় না, দল এসব সমর্থন করে না’, মদন মিত্রকে তিরস্কার ফিরহাদ হাকিমের
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখছেন কৃষকরা। তবে গত কয়েক দিনে পুষিয়ে গিয়েছে জলের চাহিদা। বরং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।