Murshidabad Weather Update: আর কিছু ক্ষণের মধ্যেই নামবে বৃষ্টি, রাতেও ভিজবে জেলার একাংশ, তবে গরম কমার ইঙ্গিত নেই
Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
বহরমপুর: পূর্বাভাস অনুযায়ী অষ্টমীতেও ভিজেছে রাজ্য। মঙ্গলবার, মহানবমীতেও বৃষ্টিতে ভিজতে পারে মুর্শিদাবাদ জেলা। সকালে এবং বিকেলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে। সঙ্গে ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুতের গর্জনও শোনা যেতে পারে। তবে বৃষ্টি হলেও গরম কমার কোনও ইঙ্গিত নেই। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আরও। মঙ্গলবার মুর্শিদাবাদের সামগ্রিক আবহাওয়া (Murshidabad Weather) জেনে নিন বিশদে।
মহানবমীতেও দিনে-রাতে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে। সেই সঙ্গে সকাল তেকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা৬০ শতাংশ রাতের দিকেও।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। জেলায় সকালে আর্দ্রতার হার থাকবে ৮৪ শতাংশের মতো। রাতের দিকেও আর্দ্রতার হার ৮৯ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩০ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৫ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আর্দ্রতা- ৮৯ শতাংশ
সামগ্রিক আবহাওয়া- দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ২৯ মিনিট
সূর্যাস্ত- বিকেল ৫টা বেজে ২১ মিনিট
আরও পড়ুন: Durga Puja 2022: এই রাত যেন না পোহায়! আজ মহানবমী, বিষাদের সুর বাতাসে
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষিকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখছেন কৃষকরা। তবে গত কয়েক দিনে পুষিয়ে গিয়েছে জলের চাহিদা। বরং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পুজোর সময়ও অব্যাহত রয়েছে বৃষ্টি।