Muslim ON TMC : 'মুসলিমদের মন ভেঙে গেছে...অন্ধবিশ্বাস করেছি' তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ ত্বহা সিদ্দিকির
'এই সরকার আমাদের সঙ্গে দু নম্বরি করল?' এবার বলছেন আরেক মুসলিম প্রভাবশালী

অনির্বাণ বিশ্বাস, রাজীব চৌধুরী, সোমনাথ মিত্র, কলকাতা : ওয়াকফ নিয়ে ও OBC লিস্ট নিয়ে ক্ষোভ থেকে আবেগ তৈরি হয়েছে। দল থেকে সাসপেন্ডেড হওয়া ভরতপুরের বিধায়ককে সমর্থন করে মন্তব্য করলেন ডেবরার তৃণমূল বিধায়ক আরেক হুমায়ুন কবীর। শুধু দুই হুমায়ুনই নন, একই সুর মুসলিম সমাজের আরেক প্রভাবশালীর গলাতেও। ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকিও মনে করছেন, পশ্চিমবাংলার মুসলিমদের মন ভেঙে গেছে। এই সরকারকে আমরা অন্ধবিশ্বাস করছে এ রাজ্যের মুসলিমরা।
'পশ্চিমবাংলার মুসলিমদের মন ভেঙে গেছে'
শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল। কিন্তু এখন তৃণমূল সরকার কেন্দ্রীয় পোর্টাল 'উমিদ'-এ ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল!
এ বিষয়ে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মতে, ' মুসলমানরা মনে করে ওয়াকফ মানে যা দেওয়া হয়ে গেছে আর ফেরানো যায় না। এটা আল্লাকে দিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে মুসলমানদের একটা আবেগ আছে। সেটা বাঙালিদের মধ্যেও আবেগ, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তৈরি হয়েছে। '
বেঁকে বসেছেন, ফুরফুরা শরিফের পিরজাদাও । ত্বহা সিদ্দিকির দাবি, 'পশ্চিমবাংলার মুসলিমদের মন ভেঙে গেছে। এই সরকারকে আমরা অন্ধবিশ্বাস করেছি। অন্ধবিশ্বাস করার জন্য কি আমাদের এত বড় শাস্তি পেতে হল? মানুষ ভাবছে এই সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? এই সরকার আমাদের সঙ্গে দু নম্বরি করল? একথা বলেই থামেননি, তাঁর দাবি এর সরাসরি প্রভাব পড়বেই আগামী বিধানসভা ভোটে।
সেলিমের খোঁচা, ফিরহাদের জবাব
তৃণমূলকে খোঁচা দিচ্ছে বিরোধীরাও । সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানাচ্ছেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করবে? বিশ্বাসহীনতায় ভুগছে মানুষ। বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কারণ তারা CAA-NRC-র সময় দেখেছিল। তিন তালাকের সময় দেখেছে, OBC-র সময় দেখছে, ওয়াকফ নিয়ে দেখছে, SIR নিয়ে দেখছে। এটা হচ্ছে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া। '
পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের যুক্তি, 'একটা পোর্টাল ছিলই। সেই পোর্টালটার নাম পরিবর্তন হয়েছে। যদি বেশি করে নথিবদ্ধ করতে হয়...আমি তো কোনও সম্পত্তিকে লুকোতে চাইছি না। এটা আমার সম্পত্তি, ওয়াকফের যদি সম্পত্তি থাকে তাতে অসুবিধা কোথায় আছে? বিরোধীরা অনেক কিছু বলে, কিন্তু কোনও দ্বিচারিতা নেই।'
ওয়াকফ অসন্তোষ দানা বাধছে?
তবে কি ওয়াকফ হয়ে বাবরি মসজিদ ইস্যুতে এবার তৃণমূলের বিরুদ্ধে চলে যাচ্ছেন সংখ্যালঘুরা ? বিধানসভা ভোটের আগে সংখ্য়ালঘুদের মধ্য়ে কি ওয়াকফ অসন্তোষ দানা বাধছে? তার খেসারত কি তৃণমূলকে দিতে হতে পারে? উত্তর মিলবে ভোটের ফলাফলে।






















