Suvendu Adhikari: নবদ্বীপে BJP কর্মী খুনে 'এখনও কেন কেউ গ্রেফতার নয় ?' পুলিশকে নিশানা শুভেন্দুর
Nadia BJP Leader Murder Case Suvendu Attacks Bengal Police: নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, আজ কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

নদিয়া: নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, পরিবারের পাশে শুভেন্দু অধিকারী। এখনও কেন কেউ গ্রেফতার নয় ? প্রশ্ন বিরোধী দলনেতার। পরিবারের দায়িত্ব নেবে দল, জানালেন শুভেন্দু।
আরও পড়ুন, 'নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে..' ! কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের
মূলত নবদ্বীপে বিজেপি কর্মী খুনে ৪ জনের নামে এফআইআর হলেও, এখনও গ্রেফতারি শূন্য। আদালতের অনুমতি নিয়ে কেন্দ্রের অধীনস্থ কল্যাণী এইমসে করা হয় নিহত বিজেপি কর্মীর ময়নাতদন্ত।নবদ্বীপের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিহত সঞ্জয় ভৌমিক এলাকায় সক্রিয় বিজেপি কর্মী । বিশ্বকর্মা পুজোর রাতে মদ্যপানের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।এদিন বিরোধী দলনেতা বিচার পাওয়ার ইস্যুতে বলেন, ..আমি মমতার পুলিশের কাছে আশাও করি না। আমি বোনকে (নিহতর পরিবার) কালকে হাইকোর্টে নিয়ে যাব। ..পরিবার কী চাইবে, পরিবারের ব্যাপার। ওকে আইনি যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দেব।'
নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় চার দিন পরেও অধরা অভিযুক্তরা। এই অবস্থায় পরিবারকে নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ নবদ্বীপে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। দোষীদের গ্রেফতারের দাবিতে মিছিলও করেন। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীকোন্দলের দিকেই ইঙ্গিত করেছে তৃণমূল। নবদ্বীপ থানা সূত্রে দাবি, পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।
নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে খুনের পর, ৪ দিন কেটে গেছে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই আবহে, সোমবার নিহত সঞ্জয় ভৌমিকের বাড়িতে গিয়ে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলার পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেনদু অধিকারী। মৃত বিজেপি কর্মীর মা অলকা ভৌমিক বলেন, আমার এই দোষীদের শাস্তি চাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সেটার জন্য আমি ওকে দিয়ে একদিন পরেই আমি বুধবার পুলিশি নিষ্ক্রিয়তার মামলা করব।
নিহতের পরিবারের অভিযোগ, বিশ্বকর্মা পুজোর রাতে মদ্যপানের প্রতিবাদ করায়, বাড়িতে ঢুকে সক্রিয় বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। পরের দিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৪ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী নামে FIR-ও করে পরিবার।সকলেই এখনও অধরা। ইতিমধ্যে এই ঘটনায় নবদ্বীপ আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন নিহতের মা। শনিবার আদালতের অনুমতিতে, নিহত বিজেপি কর্মীর ময়নাতদন্ত হয়েছে কল্যাণী এইমসে। সোমবার দোষীদের গ্রেফতারের দাবিতে নবদ্বীপে মিছিল করেন শুভেনদু অধিকারী। অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে হবে। সঞ্জয় ভৌমিকের রক্ত হবে না কো ব্যর্থ।






















