AIIMS Recruitment Scam: এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগ, বাড়িতে হাজির সিআইডি, বিজেপি নেতার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ
Nadia News: গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হয়েছে। তিনি কী ভাবে চাকরি পেয়েছেন, কবে থেকে চাকরি করছেন, কত টাকা বেতন পান, এমন একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়।
পার্থপ্রতিম ঘোষ, চাকদা (নদিয়া): এইমস নিয়োগ দুর্নীতি মামলায় (AIIMS Recruitment Scam) বিজেপি নেতার বাড়িতে সিআইডি (CID)। চাকদার বিজেপি (BJP)বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন রাজ্যের গোয়েন্দারা। এর আগে, তাঁকে ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছিল। পাঠানো হয়েছিল নোটিসও। কিন্তু তিনি সিআইডি-র কাছে সময় চান। তাতেই বুধবার দুপুরে তাদের বাড়িতে হাজির হন গোয়েন্দারা। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিজেপি নেতার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হয়েছে। তিনি কী ভাবে চাকরি পেয়েছেন, কবে থেকে চাকরি করছেন, কত টাকা বেতন পান, এমন একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। খতিয়ে দেখে, প্রয়োজনে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে বিজেপি বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি।
চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে কল্যাণী AIIMS-এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে। সেই নিয়ে বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় গত ৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ই-মেল পাঠিয়ে অভিযোগ করেন। এর পরই, মুর্শিবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন।বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ আট জনের নামে এফআইআর দায়ের হয়।
আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাজ্যকে তীব্র আক্রমণ ধনকড়ের, 'রাজভবন তামাশার জায়গা হয়ে উঠেছে,' পাল্টা পার্থ-বিমান
জানা যায়, প্রভাব খাটিয়ে বিজেপি বিধায়ক বঙ্কিম তাঁর পুত্রবধূকে চাকরি পাইয়ে দিয়েছেন। নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন নীলাদ্রিশেখর। সেই মামলার তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। ডেকে পাঠানো হয় অনুসূয়াকে। কিন্তু হাজিরা দেননি তিনি। তার পরই এ দিন সটান বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এইমস নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ
এসএসসি মামলায় এ যাবৎ শাসকদলকে আক্রমণ করে আসা বিজেপি-কে এই নিয়ে এই ঘটনায় তীব্র আক্রমণ করতে নেমে পড়ে তৃণমূল। সেই আবহে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, অপরাধ প্রমাণ হলে অবশ্যই পদক্ষেপ করা উচিত। পাল্টা রাজ্য সরকারের ছত্রছায়ায় কত দুর্নীতি হয়েছে, প্রশ্ন তোলেন তিনি।