Nadia : সিপিএম পরিচালিত অফিসে দীক্ষা দানের অনুষ্ঠান ! বিতর্ক নদিয়ায়
CPM : সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে সিপিএম পরিচালিত ট্রাস্টের অফিসে দীক্ষা দানের অনুষ্ঠান ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।
সুজিত মণ্ডল, নদিয়া : কল্যাণীর (Kalyani) ‘বি’-ব্লকে সিপিএমের হরেকৃষ্ণ ভবনে দীক্ষা দানের অনুষ্ঠান (Dikhya Dan Programme)। পঞ্চায়েত ভোটের আগে এ’নিয়ে শোরগোল পড়ে গেছে। যদিও, হরেকৃষ্ণ কোঙার সমাজ বিজ্ঞান কেন্দ্রে দীক্ষা দানের কথা অস্বীকার করেছেন ট্রাস্টের সম্পাদক এবং প্রাক্তন সিপিএম সাংসদ অলোকেশ দাস।
শুরু বিতর্ক
সিপিএম পরিচালিত ট্রাস্টের অফিস। নাম হরেকৃষ্ণ কোঙার সমাজ বিজ্ঞান কেন্দ্র। সেখানেই দীক্ষা দানের অনুষ্ঠান ! পঞ্চায়েত ভোটের মুখে এ’নিয়ে শোরগোল পড়ে গেছে কল্যাণীর ‘বি’-ব্লকে। শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম জন্মমহোৎসব চলছে নদিয়ার কল্যাণীতে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার আয়োজনও করা হয়েছে এই মাঠে। এর পাশেই রয়েছে সিপিএম পরিচালিত ট্রাস্টের অফিস। রবিবার সেই হরেকৃষ্ণ কোঙার সমাজ বিজ্ঞান কেন্দ্রের একতলার ঘরেই দীক্ষা দানের আয়োজন করা হয় বলে দাবি সৎসঙ্গ উৎসব কমিটির।
কটাক্ষ তৃণমূলের
ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোট পাওয়ার চেষ্টা, কটাক্ষ তৃণমূলের। কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে বলেছেন, 'ধর্মের সুরসুরি দিয়ে যাতে ভোট পাওয়া যায়, সেই প্রচেষ্টাই করছে।' পাল্টা সিপিএমের প্রাক্তন সাংসদ ও হরেকৃষ্ণ কোঙার সমাজ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক অলোকেশ দাস বলেছেন, 'আমাদের কাছে কোনও খবর নেই ওখানে দিক্ষা হচ্ছে। আর যদি কেউ দিক্ষা ভিতরে গিয়ে করে, আমরা পরে দেখব। সামনে খাচ্ছে বলেই খবর আছে আমার কাছে। আমরা কোনও ধর্মীয় কাজে দেই না। এদের অনুষ্ঠানের সঙ্গে ভবনের কোনও সম্পর্ক নেই।' সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে সিপিএম পরিচালিত ট্রাস্টের অফিসে দীক্ষা দানের অনুষ্ঠান ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। সবমিলিয়ে চরছে রাজনৈতিক পারদও।
আরও পড়ুন- স্বামী বিবেকানন্দর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা রাহুল সিনহার, শুরু বিতর্ক
দিন দুয়েক আগেই তান্ত্রিকের (Tantrik) কথা শুনতে গিয়ে ওই তান্ত্রিকের হাতেই প্রাণ হারাতে বসেছিলেন এই ব্যক্তি। মাটির নিচে কলসিতে রয়েছে সোনা (Gold), আর তান্ত্রিকের কথায় অমাবস্যার রাতে উঠবে সেই কলসি, একথা শুনে সেই কাজটি করতে গিয়েই বিপদ ডেকে এনেছিলেন অমর চক্রবর্তী। কলসির বদলে জুটলো ধারালো অস্ত্রের কোপ, কোনওক্রমে পালিয়ে প্রাণ বাঁচলো ওই ব্যক্তির। এই ঘটনায় যদিও গ্রেফতার হয়েছেন ওই তান্ত্রিক নারায়ণ সরকার।