Nadia News: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, জোড়া মৃত্যুতে চাঞ্চল্য নদিয়ায়
স্থানীয় সূত্রে খবর, ১২ বছর আগে এলাকারই যুবক জয়ন্ত সর্দারের সঙ্গে বিয়ে হয় দিপালী সর্দারের। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। আজ সকালে হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ থানার কুটির পাড়া এলাকায়।
স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী: স্থানীয় সূত্রে খবর, ১২ বছর আগে এলাকারই যুবক জয়ন্ত সর্দারের সঙ্গে বিয়ে হয় দিপালী সর্দারের। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। আর সেই কারণে স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। মাঝেমধ্যে এসে জয়ন্ত তার স্ত্রীর সঙ্গে দেখা করতেন। শুক্রবারও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। অভিযোগ, স্ত্রীকে মারধর করেন জয়ন্ত। এদিন ধানের জমির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে মাজদিয়া স্টেশন থেকে কিছুটা দূরে স্বামী জয়ন্তর মৃতদেহ উদ্ধার করে রেল লাইনের ওপর থেকে। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করার পর স্বামী রেলের লাইনে গলা দিয়ে আত্মঘাতী হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে এক মহিলাকে খুনের অভিযোগে দিন কয়েক আগে দোষী সাব্যস্তকে ফাঁসির সাজা দিল কাকদ্বীপ অতিরিক্ত জেলা দায়রা আদালত। ঘটনাটি ঘটে ২০১৮ সালের ১২ এপ্রিল। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার দ্বারিকনগরের ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক ছিল সমর পাত্র নামে এক যুবকের। অভিযোগ, সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বকখালির একটি হোটেলে নিয়ে গিয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করেন সমর। ধারাল অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করেন মহিলার শরীর। তারপর রাতের অন্ধকারে হোটেলের জানালা ভেঙে পালিয়ে যান। পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। দেড় মাস পালিয়ে বেড়ানোর পর পুলিশের হাতে ধরা পড়েন অভিযুক্ত। কাকদ্বীপ অতিরিক্ত জেলা দায়রা আদালতে মামলা চলছিল। আজ সাজা ঘোষণা করেন বিচারক তপনকুমার মণ্ডল।






















