SSC Scam: মেল আইডি-তে মিলেছে অযোগ্য প্রার্থীদের নাম! SSC মামলায় ধৃত মিডলম্যানের CBI হেফাজত
CBI On SSC Scam: কার কথায় তালিকা তৈরি হয়েছে, আর কে কে এতে জড়িত? ৫টি ফোন নম্বর মিলেছে, কথোপকথনের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।
![SSC Scam: মেল আইডি-তে মিলেছে অযোগ্য প্রার্থীদের নাম! SSC মামলায় ধৃত মিডলম্যানের CBI হেফাজত Name of ineligible candidates found in mail ID! CBI custody of middleman in SSC case SSC Scam: মেল আইডি-তে মিলেছে অযোগ্য প্রার্থীদের নাম! SSC মামলায় ধৃত মিডলম্যানের CBI হেফাজত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/d01740f3c93dbdf4b46a4bb66ea0e7bc166142386306651_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এসএসসি (SSC) মামলায় ধৃত মিডলম্যানের সিবিআই হেফাজত। ১ সেপ্টেম্বর পর্যন্ত মিডলম্যান প্রদীপ সিংহের সিবিআই হেফাজত। সিবিআই সূত্রে খবর, "মিডলম্যান হিসেবে কাজ করত ধৃত প্রদীপ সিংহ। অযোগ্য প্রার্থীদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করাত প্রদীপ।'' অনেক মেল আইডি-তে পাওয়া গিয়েছে অযোগ্য প্রার্থীদের নাম, খবর সিবিআই সূত্রে। কার কথায় তালিকা তৈরি হয়েছে, আর কে কে এতে জড়িত? ৫টি ফোন নম্বর মিলেছে, কথোপকথনের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। বৃহত্তর ষড়যন্ত্রের অংশ প্রদীপ সিংহ, আদালতে সওয়াল সিবিআই-এর। শান্তিপ্রসাদ সিন্হার ফোনে প্রদীপের নাম সেভ করা ছোটু বলে, দাবি সিবিআইয়ের। প্রদীপের হোয়্যাটস অ্যাপ চ্যাটের খোঁজ মিলেছে, দাবি সিবিআই-এর।
এসএসসি মামলায় ধৃত মিডলম্যানের সিবিআই হেফাজত: নিয়োগ-দুর্নীতির অতলে আলোর সন্ধানে CBI’এর ভরসা প্রদীপ। নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মিডলম্যান প্রদীপ সিংহকে গ্রেফতার করার পর। বৃহস্পতিবার, তাঁর সল্টলেকের অফিসে হানা দিল CBI। প্রায় সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালানো হয়। ধৃত প্রদীপ সিংহর ১ সেপ্টেম্বর পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দিল আদালত।
বুধবার নিউটাউনের ফ্ল্যাট থেকে প্রদীপ সিংহকে গ্রেফতার করা হয়। CBI সূত্রে দাবি, মিডলম্যান হিসেবে কাজ করতেন প্রদীপ। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন। CBI সূত্রে আরও দাবি, প্রদীপ কয়েকজনকে চাকরি পাইয়েও দিয়েছিলেন। কোনও আর্থিক লেনদেন হয়েছিল? এই চক্রে কারা জড়িত রয়েছে? কীভাবে এই নিয়োগ দুর্নীতি হয়েছে? তা ধৃতের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায়, অভিযুক্ত মিডলম্যান প্রদীপ সিংহ GD ব্লকের অফিসে হানা দেন CBI’এর অফিসাররা।
প্রদীপ সিংকে আদালতে তোলা হলে, ৭ দিনের জন্য হেফাজতের আবেদন করে CBI’এর আইনজীবী বলেন, প্রদীপ মিডলম্যান হিসেবে কাজ করতেন। অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে SSC’র নিয়োগ কর্তাদের সঙ্গে যোগাযোগ করাতেন প্রদীপ। অনেকগুলি ইমেল আইডি পাওয়া গেছে, যেখানে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা পাওয়া গেছে। কার কথায় তালিকা তৈরি করা হত? কে নির্দেশ দিতেন? আর কারা কারা যুক্ত রয়েছেন? তা খতিয়ে দেখতে হবে। প্রদীপের সঙ্গে কথা হয়েছে, এরকম পাঁচটি ফোন নম্বর পাওয়া গেছে। CBI’এর আইনজীবী আরও বলেন, নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে একটি কম্পিউটার সেট আপ ছিল। সেটা প্রদীপ চালাতেন। সেখান থেকে প্রচুর তথ্য পাওয়া গেছে। যেমন, ইমেল আইডি, যোগ্য নয় এমন প্রার্থীদের নামের তালিকা ও ফোন নম্বর। singh1988pradip@gmail.com, এই ইমেল থেকেই সব থেকে বেশি নামের তালিকা পাওয়া গেছে। প্রদীপ সিনহা এই বৃহৎ ষড়যন্ত্রের একটা অংশ। ধৃত SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার মোবাইল ফোনে প্রদীপ সিংহর নাম ছোটু বলে সেভ করা ছিল। প্রদীপ ডাক নাম ছোটু। দু’জনের হোয়াট্যসঅ্যাপ চ্যাটও পাওয়া গেছে।
আরও পড়ুন: Purulia News: পুরুলিয়ায় সূচকাণ্ডে মৃত্যুদণ্ড রদ হাইকোর্টের, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)