Narendra Modi BJP Rally: 'সঙ্কটে হাজার হাজার পরিবার, বিপদে পড়ুয়ারাও' শিক্ষা দুর্নীতি নিয়ে চাঁচাছোলা প্রধানমন্ত্রী
Narendra Modi News: ভোটের হাওয়া তুলে ফের রাজ্যে মোদি। দুর্গাপুরে সাড়ে ৫ হাজার কোটির প্রকল্পের শিলান্যাসের পরেই জনসভায় যোগ দেন তিনি ।

কলকাতা: শিক্ষায় দুর্নীতি নিয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের সভা থেকে SSC চাকরিহারাদের প্রসঙ্গ উঠে এল মোদির ভাষণে। আর তাতে তৃণমূলকে দায়ী করে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।
সুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরি গেছে প্রায় ২৬ হাজারের। বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল। শিক্ষক সহ চাকরি হারিয়েছেন গ্রুপ C এবং গ্রুপ D কর্মীরা। এই ইস্যুতে ফের বাংলায় এসে সুর চড়ালেন নরেন্দ্র মোদি। চাকরিহারাদের এহেন পরিস্থিতির জন্য তাঁর নিশানায় তৃণমূল। প্রধানমন্ত্রী বলেন, "শিক্ষা নিয়ে বাংলায় যা চলছে তা নিয়ে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তৃণমূল এখানে শিক্ষায় দুর্নীতি এবং অপরাধের যৌথ আক্রমণ চালাচ্ছে। এই যে হাজার হাজার শিক্ষকের চাকরি গেল, তার কারণ তৃণমূলের ভ্রষ্টাচার। এর জন্য হাজার হাজার পরিবারের সঙ্কট এসেছে। শিক্ষকের অভাবে স্কুলে যে লক্ষ লক্ষ পড়ুয়া রয়েছে, তাদের ভবিষ্য়তও অন্ধকারে ঠেলে দিচ্ছে। এমন হাল হয়েছে যে কোর্ট পর্যন্ত বলছে এটা সিস্টেমেটিক ফ্রড। তৃণমূল বাংলার বর্তমান ও ভবিষ্য়তের সঙ্কট তৈরি করেছে।''
২০১১ সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দুর্গাপুরের সভা থেকে তৃণমূলকে হঠিয়ে আসল পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদি। এ যেন তৃণমূলের 'পরিবর্ত' বনাম বিজেপির 'আসল পরিবর্তন'-এর লড়াই। নরেন্দ্র মোদি এদিন বলেন, "আজ সবাই বলছে তৃণমূল হঠাও বাংলা বাঁচাও। তৃণমূল হঠাও। তৃণমূলকে সরাও, বাংলাকে বাঁচাও। পরিবর্তনের পদ্ম ফোটাতে হবে। বিকশিত বাংলা মোদির গ্য়ারান্টি।'' ভিন রাজ্য়ে বাঙালি হেনস্থার প্রসঙ্গ তুলে, বাঙালি আবেগে শান দিতে যখন রাস্তায় নেমেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তখন পাল্টা অনুপ্রবেশ ইস্য়ু জোরালভাবে তুলে ধরে, জবাব দিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "TMC নিজের স্বার্থের জন্য পশ্চিমবঙ্গের পরিচয়কে বাজি রেখেছে। তার জন্য এখানে অনুপ্রবেশকারীদের মদত দেওয়া হচ্ছে। বাংলার অস্মিতার বিরুদ্ধে হওয়া কোনও চক্রান্তকে বিজেপি সফল হতে দেবে না। আপনাদের কাছে এটাই মোদির গ্যারান্টি।''






















