এক্সপ্লোর
Advertisement
Narendra Modi In West Bengal : বাংলা থেকেই ভোটের প্রচারে ঝড় ! মার্চে ৩ বার রাজ্যে মোদি, কোথায় কবে সভা ?
Loksabha Poll 2024 : ১, ২ ও ৬ মার্চ দক্ষিণবঙ্গে পরপর সভা করবেন মোদি (Narendra Modi Meeting In West Bengal )। কবে কোন জেলায় সভা ?
দীপক ঘোষ, রুমা পাল, আশাবুল হোসেন, কলকাতা : বাংলা থেকেই লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে চাইছেন প্রধানমন্ত্রী। মার্চের প্রথম সপ্তাহেই ৩ বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১, ২ ও ৬ মার্চ দক্ষিণবঙ্গে পরপর সভা করবেন মোদি। ২৫ ফেব্রুয়ারি ভার্চুয়ালি কল্যাণী এইমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর বঙ্গ সফরে এসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর সূচনা করতে পারেন নরেন্দ্র মোদি।
- ১ মার্চ হুগলির আরামবাগে জনসভা করবেন মোদি।
- ২ মার্চ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি।
- ৬ মার্চ বক্তব্য পেশ করবেন উত্তর ২৪ পরগনার বারাসাতে।
ফুটছে সন্দেশখালি। গ্রামবাসীদের ক্ষোভকে হাতিয়ার করে যখন তৃণমূলের বিরুদ্ধে ক্রমেই সুর চড়াচ্ছে বিজেপি, তখন এই পরিস্থিতিতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতদিন খবর ছিল, মার্চের প্রথম সপ্তাহে এক দিনের জন্য রাজ্যে আসতে পারেন। কিন্তু এবার বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, একবার নয়, মার্চের প্রথম সপ্তাহেই ৩ দিন বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। এক সপ্তাহে দক্ষিণবঙ্গে তিনটি সভা করতে পারেন তিনি।
আরও পড়ুন :
অগ্নিগর্ভ সন্দেশখালি, ভোজেরহাটেই BJP কে আটকালো পুলিশ, তর্কতর্কির পর আটক লকেট
তৃণমূল সরকারকে নিশানা করতে, এখন বিজেপির কাছে বড় হাতিয়ার 'সন্দেশখালি'। সম্প্রতি বিজেপির জাতীয় কর্মসমিতির অধিবেশনেও উঠে আসে এই প্রসঙ্গ। সন্ত্রাস নিয়ে বিশেষ প্রস্তাব আনেন অমিত শাহ। আর এই আবহেই সুকান্ত মজুমদার জানিয়েছেন, মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি।
সন্দেশখালির অভিযোগকারী মহিলাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে,জানালেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তাঁরা যদি দেখা করতে চান, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদেরকে দেখা করাব। তাঁদের মর্জির ওপর, তাঁদের ইচ্ছার ওপর আমরা নির্ভর করছি। আমরা এর সলিউশন চাই।
সেই মুূহূর্তে একটি রাজ্যে প্রধানমন্ত্রীর পরপর তিনটি জনসভা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। যদিও এতে বিজেপির কোনও লাভ হবে না বলেই দাবি করছে তৃণমূল।
আরও পড়ুন, সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি
দেখুন আইডিয়াজ অফ ইন্ডিয়া ২০২৪ এই লিঙ্কে - https://events.abpverse.com/
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement