Trade Union Strike: আজ দেশব্য়াপী ধর্মঘটের ডাক, একাধিক নির্দেশিকা জারি নবান্নের
Kolkata News: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্পভিত্তিক ফেডারেশন।

কলকাতা: বুধবার দেশব্য়াপী ধর্মঘটের ডাক দিয়েছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। পাল্টা ধর্মঘটের কড়া বিরোধিতা করছে তৃণমূল সরকার। অফিসে না এলে বেতন কাটা যাবে, এরকম একাধিক নির্দেশিকা জারি করেছে নবান্ন।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্পভিত্তিক ফেডারেশন। এই ধর্মঘটের বিরোধিতায় ইতিমধ্য়েই কড়া অবস্থান নিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে রাজ্য় সরকার ও সরকার পোষিত সমস্ত অফিস বুধবার খোলা থাকবে। আজ রাজ্য সরকারের কোনও কর্মী ‘ক্যাজ়্যুয়াল লিভ’ নিতে পারবেন না। অর্ধদিবস ছুটিও নেওয়া যাবে না। আজ কোনও কর্মী অফিসে হাজিরা না দিলে তাঁর এক দিনের বেতন কাটা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তির কর্মজীবন থেকেও ওই দিনটি বাদ পড়বে। যদিও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন, কেউ হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারে কারও মৃত্যু হলে, মঙ্গলবারের (৮ জুলাই) আগে থেকে কেউ গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে তাঁদের ছাড় দেওয়া হয়েছে। সমস্ত সরকারি বিভাগের কাছে আজ কর্মচারীদের উপস্থিতি সংক্রান্ত তথ্য় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের ধর্মঘটে সামিল বামপন্থী শ্রমিক সংগঠনগুলিও। নবান্নের নির্দেশিকার কড়া প্রতিবাদ জানিয়েছে তারা।
আজকের ধর্মঘটে সামিল ব্য়াঙ্ক কর্মচারীদের বিভিন্ন সংগঠনও। এরফলে ব্য়াঙ্ক ও এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা। CITU-র রাজ্য় সম্পাদক জিয়াউল আলম জানান, "কালতে রাস্তায় থাকব মানুষকে বোঝাব। সাধারণ মানুষের জন্য়ই এই ধর্মঘট। আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষও সামিল হবে। কিন্তু তৃণমূল সরকার কেন বিরোধিতা করছে। আমরা কাল জমায়েত করব। শহরের বিভিন্ন প্রান্তে মিটিং, মিছিল করব।''






















