Cattle Smuggling: নিউ জলপাইগুড়িতে পুলিশের জালে গরু পাচারচক্র, গ্রেফতার ২
Cattle Smuggling: মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ির পাঞ্জিপাড়ায় পুলিশের জালে আটকে পড়ে এই গরু পাচারচক্র (Cattle Smugglers)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি টোল গেট দিয়ে গরুগুলিকে পাচার করা হচ্ছিল।
বাচ্চু দাস, নিউ জলপাইগুড়ি: অপরাধমূলক কাজকর্ম রুখতে কড়া নজরদারি চলছে সীমান্ত সংলগ্ন এলাকায় (Border Area)। তা সত্ত্বেও লাগাম টানা যাচ্ছে না অপরাধে। বাংলাদেশে (Bangladesh) পাচার করতে যাওয়ার আগে নিউ জলপাইগুড়িতে ধরা পড়ল গরু পাচারচক্র (Cattle Smuggling)। ৪০টি গরুকে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে গরু পাচারে অভিযুক্ত দুই ব্যক্তিকে।
মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ির পাঞ্জিপাড়ায় পুলিশের জালে আটকে পড়ে এই গরু পাচারচক্র (Cattle Smugglers)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি টোল গেট দিয়ে গরুগুলিকে পাচার করা হচ্ছিল। WB73D- 8489 এবং WB91 - 1307 নামের দু’টি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে।
আরও পড়ুন: Night Bus Service: শহরে ফের চালু হচ্ছে রাত্রিকালীন বাস, বৃহস্পতিবার থেকেই মিলবে পরিষেবা
গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওই রাস্তায় টহল দিচ্ছিল পুলিশ (New Jalpaigudi Police)। ট্রাক দু’টিকে আটক করে তারা। তার পর ঢাকা সরাতেই দেখা যায়, ঠাসাঠাসি করে ভরে গরু নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকের পিছনে চাপিয়ে।
রাতেই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার (Cattle Smugglers Arrested) করে পুলিশ। ধৃতদের কর্ণ চৌহান এবং এমডি রফিকুল বলে শনাক্ত করা গিয়েছে। কর্ণ গোয়াল পোখোরের বাসিন্দা। রফিকুল বাগডোগরার। তাঁদের কাছ থেকে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে গরুগুলি পাচার করতে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা।
পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় সক্রিয় গরু পাচারকারীর দল। নজরদারি এড়িয়ে অবৈধ ভাবে গরু পাচার চলে। গোপন সূত্রে খবর পেয়েই তাই তৈরি ছিল পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
তবে শুধু গরুপাচারই নয়, নিউ জলপাইগুড়ির ওই এলাকায় সক্রিয় মাদকচক্রও। এ বছর অগাস্ট মাসেই সেখান থেকে ৪৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে তা পাচার করা হচ্ছিল।